বোলপুর, 27 নভেম্বর: "মুখ্যমন্ত্রী বিজেপি-এর কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবু বিজেপি তাঁকে বাধ্য করেছে ৷ ভাবুন !" রবিবার বীরভূমে এসে ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সাম্প্রতিক 'সৌজন্য সাক্ষাৎ'কে ব্যাখ্যা করলেন বিজেপি-এর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
এদিন বোলপুরের কাছে কাছারিপট্টিতে দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান সুকান্ত ৷ তাঁদের পাশে বসেই প্রধানমন্ত্রীর এদিনের 'মন কি বাত' অনুষ্ঠান শোনেন ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হতেই মমতা-শুভেন্দুর সাম্প্রতিক সাক্ষাৎ নিয়ে প্রশ্ন ওঠে ৷ জবাবে সুকান্তর বার্তা, মুখ্যমন্ত্রী চাপের মুখে পড়েই রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছেন ! বিজেপি বলেই এমনটা তাঁকে দিয়ে করাতে পেরেছে বলে মনে করেন সুকান্ত ৷ তাঁর হুঁশিয়ারি, আগামিদিনে এমন অনেক ঘটনারই সাক্ষী থাকবে বাংলা !
আরও পড়ুন:বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে 2 হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি সুকান্তর
একইসঙ্গে সুকান্ত জানান, তিনিও জনপ্রতিনিধি ৷ কিন্তু, তাঁকেও কোনও দিন কোনও প্রশাসনিক বৈঠকে মমতা ডাকেননি ৷ আর এখন সেই তিনিই বলছেন, সর্বদলীয় বিধায়কদের নিয়ে দিল্লি যাবেন ৷ কেন্দ্রের কাছ দরবার করবেন ৷ সব দলের বিধায়করা মিলে কেন্দ্রের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা চাইবেন ৷ মুখ্যমন্ত্রীর এই আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত ৷ তাঁর বক্তব্য, এত দিন যে বিরোধী বিধায়কদের কোনও প্রশাসনিক কাজেই কার্যত পাত্তা দেওয়া হয়নি, এখন ঠেকায় পড়ে তাঁদেরই শরণাপন্ন হচ্ছেন মমতা ! আর সেই কারণেই বিরোধী দলনেতাকেও ডেকে পাঠিয়েছেন তিনি !
এদিন পৌষমেলা নিয়েও মন্তব্য করেন সুকান্ত ৷ জানান, পৌষমেলা বোলপুরের মানুষের আবেগ ৷ আর তাঁদের দল সবসময়েই মানুষের পাশে থাকে ৷ তাঁরা চান, পৌষমেলা হোক এবং তার পুরনো জায়গাতেই হোক ৷ কিন্তু, যেহেতু বিশ্বভারতী একটি স্বশাসিত প্রতিষ্ঠান, তাই তাদের কোনও বিষয়ে দল হস্তক্ষেপ করবে না ৷ প্রসঙ্গত, শনিবারই পৌষমেলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ কিন্তু, তিনি নিজেই সেই বৈঠকে আসেননি ৷ এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে ৷ সুকান্ত এদিন সেই ঘটনা থেকে দূরত্ব বজায় রেখে কৌশলী অবস্থান নিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷
অন্যদিকে, মমতা-শুভেন্দু সাক্ষাতের পর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে চায়ের নিমন্ত্রণ করেছেন শুভেন্দুর ভাই দিব্য়েন্দু অধিকারী ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত বলেন, "শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূলের সাংসদ ৷ তিনি তাঁর দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছেন ৷ আমরা থার্ড পার্টি ৷ আমরা এতে কী বলব ! এটা আমাদের দলের বিষয় নয় ৷" রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর দলীয় কর্মীদের সঙ্গে চা পানও করেন সুকান্ত ৷