বীরভূম, 2 জুন :সম্প্রতি কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে এসে প্রয়াত হয়েছেন মুম্বইয়ের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে'র ৷ এই মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন চিহ্ন উঠেছে ৷ হৃদরোগে আক্রান্ত শিল্পীর মৃত্যু হলেও, এই মৃত্যুর কারণ ঘিরে প্রশ্নের জট সৃষ্টি হয়েছে ৷ দিলীপ ঘোষের পর এবার কেকের মৃত্যু নিয়ে সুর চড়ালেন সুজন চক্রবর্তীও (Sujan On KK Death)৷
বৃহস্পতিবার বীরভূমের রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্প থেকে গায়ক কেকের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুজন চক্রবর্তী ৷ এদিন বগটুই হত্যাকান্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে পদযাত্রা করে সিপিএম ৷ সেখানেই উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী ৷ 60 নম্বর জাতীয় সড়ক থেকে বগটুই মোড় পর্যন্ত যায় এই মিছিল ৷