তারাপীঠ, 24 ফেব্রুয়ারি: বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়,"বর্তমানে যিনি বিশ্বভারতীর উপাচার্য পদে আছেন উনি ওই পদের জন্য অনুপযুক্ত ।" শুক্রবার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তারাপীঠে পুজো দেন ।
পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,"বিশ্বভারতীর উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তী অনুপযুক্ত । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে কী ধরনের ব্যবহার করতে হয় জানেন না ।" সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উপাচার্যের এই ব্যবহারের জন্য তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে উপাচার্যের বিরুদ্ধে নালিশ জানাবেন (Sudip Bandyopadhyay attacks Visva Bharati VC) ৷
উল্লেখ্য, গত 16 জানুয়ারি শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে আসেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । বৃহস্পতিবার তিনি বিদেশে চলে যান । প্রায় এক মাস বোলপুরের বাড়িতে ছিলেন ওই নোবেলজয়ী । এই সময়কালে নয়া মাত্রা পায় তাঁর সঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি বিতর্ক ৷ তিনি বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন বলে অমর্ত্য সেনের বিরুদ্ধে অভিযোগ বিশ্বভারতীয় ৷ এই নিয়ে নোবেলজয়ীকে 3টি চিঠিও পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati VC Bidyut Chakraborty) ৷