পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষিতা নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযুক্তদের হুমকিতে আত্মঘাতী; দাবি পরিবারের - গলায় দড়ি দিয়ে আত্মঘাতী

নাবালিকার ঝুলন্ত দেহ মিলল বাড়িতে ৷ ধর্ষণের অভিযোগে  অভিযুক্তদের হুমকির ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী, দাবি পরিবারের ৷ মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মহম্মদবাজার থানার পুলিশ

birbhum
আত্মঘাতী নাবালিকা

By

Published : Jan 28, 2020, 1:29 PM IST

Updated : Jan 28, 2020, 1:47 PM IST

মহম্মদবাজার (বীরভূম), 28 জানুয়ারি : ধর্ষিতা নাবালিকার ঝুলন্ত দেহ মিলল বাড়িতে ৷ অভিযুক্তদের হুমকির ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী, দাবি পরিবারের ৷

ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার থানা এলাকার পাঁচামি এলাকায় ৷ নির্যাতিতার পরিবারের অভিযোগ মাস খানেক আগে ওই গ্রামের কয়েকজন যুবক নাবালিকাকে ধর্ষণ করে ৷ এরপর সেই ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয় মহম্মদবাজার থানায় ৷ অভিযুক্ত 5 জনকে গ্রেফতার করে পুলিশ ৷

মৃতার পরিবারের অভিযোগ, "ঘটনার পর দুজন অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে যায় ৷ তাঁরাই নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য ফোন করে হুমকি দিচ্ছিল ৷ রবিবারও ফোনে হুমকি দিয়েছিল তারা ৷ ভয়ে বাবা-মা'কে বলতে পারেনি ৷ "

সোমবার সকালে নির্যাতিতার ঝুলন্ত দেহ মেলে ৷ মৃতার কাকা ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পায় ৷ পরিবারের দাবি, আত্মহত্যাই করেছে নির্যাতিতা ৷ সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতিতার দেহ ৷ মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Jan 28, 2020, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details