পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Subhas Datta slams Visva Bharati: 'পরিবেশ আদালতের নির্দেশ মানে না বিশ্বভারতী !' ক্ষোভ সুভাষের - বিশ্বভারতী

বিশ্বভারতীকে কাঠগড়ায় তুলে ক্ষোভ উগরে দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Subhas Datta slams Visva Bharati University) ৷ কী নিয়ে অভিযোগ করলেন তিনি ?

Subhas Datta slams Visva Bharati University for not obeying Green Tribunal direction
বোলপুরে সুভাষ দত্ত

By

Published : Feb 16, 2023, 9:38 PM IST

সুভাষের তোপ

বোলপুর, 16 ফেব্রুয়ারি: "প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানের আচার্য, সেই বিশ্বভারতীই পরিবেশ আদালতের নির্দেশ মানছে না ! আদালতের ধার্য করা জরিমানা জমা করছে না ৷ এটা কি কখনও অভিপ্রেত হতে পারে ?" বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই কবিগুরুর হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Subhas Datta slams Visva Bharati University) ৷ একইসঙ্গে, তাঁর দাবি, শুধুমাত্র অমর্ত্য সেন নন, যাঁরা যাঁরা বর্তমানে বিশ্বভারতীর দানের জমি ভোগ করছেন, "সেগুলি এবার ফেরত নেওয়া দরকার ৷ কারণ, তাঁরা ওই জমি ভোগ করলেও বিশ্বভারতীর প্রতি তাঁদের কোনও অবদান নেই ৷" প্রয়োজনে এই বিষয়ে তিনি জনস্বার্থ মামলা করবেন বলেও জানিয়ে দেন সুভাষ ৷

বৃহস্পতিবার বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সুভাষ ৷ সেই সাংবাদিক বৈঠকেই বিশ্বভারতীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এই পরিবেশকর্মী ৷ তিনি বলেন, "ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷" সুভাষ জানান, বিষয়টি নিয়ে ইচিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন তিনি ৷ সেই মামলার রায়ে পরিবেশ আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে 10 লক্ষ টাকা জরিমানা করে ৷ সেইসঙ্গে, দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ বেঁধে দেওয়া হয় ৷ কিন্তু, সুভাষের অভিযোগ, বিশ্বভারতী পরিবেশ আদালতের নির্দেশ ফুৎকারে উড়িয়ে দিয়েছে ৷ এমনকী, তারা জরিমানাও টাকাও জমা করেনি ৷

আরও পড়ুন:জমি বিতর্কে ক্ষমা না-চাইলে বিশ্বভারতীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অমর্ত্য সেনের আইনজীবীর

সুভাষ আরও জানান, 2016 সালের পর থেকে তিনবার বিশ্বভারতীকে 10 লক্ষ টাকার জরিমানা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ৷ কিন্তু, বিশ্বভারতীর বক্তব্য, তাদের কাছে টাকার অভাব রয়েছে এবং পর্ষদও সেই টাকা মেটানোর জন্য জোরাজুরি করেনি ৷ তাই তারা জরিমানা মেটায়নি ! এই প্রসঙ্গে সুভাষ দত্ত বলেন, "বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই প্রতিষ্ঠানই পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করছে ! প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের কথা বলেন ৷ আর বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবেশ আইনটাই জানে না !"

একইসঙ্গে, বিশ্বভারতীর বিপুল সম্পত্তি নিয়েও আশঙ্কা প্রকাশ করেন সুভাষ ৷ তিনি বলেন, যাঁরা ওইসব জমি ভোগ করছেন, বিশ্বভারতীর প্রতি তাঁদের অধিকাংশেরই কোনও অবদান নেই ৷ অনেকে আবার বিদেশে থাকেন ৷ এই প্রেক্ষাপটে শুধুমাত্র অমর্থ সেনের জমি নিয়ে দড়ি টানাটানি হচ্ছে ৷ এটা কেন হবে ? সুভাষের কথায়, "সংশ্লিষ্ট সমস্ত জমিই জরিপ করা দরকার ৷ নিরপেক্ষভাবে এই কাজ হওয়া উচিত ৷ যদি তা না হয়, তাহলে আদালতে জনস্বার্থ মামলা করার সুযোগ তো আছেই ৷ অন্য কেউ না করলে আমাকেই সেই মামলা করতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details