বোলপুর, 16 ফেব্রুয়ারি: "প্রধানমন্ত্রী যে প্রতিষ্ঠানের আচার্য, সেই বিশ্বভারতীই পরিবেশ আদালতের নির্দেশ মানছে না ! আদালতের ধার্য করা জরিমানা জমা করছে না ৷ এটা কি কখনও অভিপ্রেত হতে পারে ?" বৃহস্পতিবার ঠিক এই ভাষাতেই কবিগুরুর হাতে গড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পরিবেশকর্মী সুভাষ দত্ত (Subhas Datta slams Visva Bharati University) ৷ একইসঙ্গে, তাঁর দাবি, শুধুমাত্র অমর্ত্য সেন নন, যাঁরা যাঁরা বর্তমানে বিশ্বভারতীর দানের জমি ভোগ করছেন, "সেগুলি এবার ফেরত নেওয়া দরকার ৷ কারণ, তাঁরা ওই জমি ভোগ করলেও বিশ্বভারতীর প্রতি তাঁদের কোনও অবদান নেই ৷" প্রয়োজনে এই বিষয়ে তিনি জনস্বার্থ মামলা করবেন বলেও জানিয়ে দেন সুভাষ ৷
বৃহস্পতিবার বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সুভাষ ৷ সেই সাংবাদিক বৈঠকেই বিশ্বভারতীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন এই পরিবেশকর্মী ৷ তিনি বলেন, "ঐতিহ্যবাহী পৌষমেলায় দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷" সুভাষ জানান, বিষয়টি নিয়ে ইচিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতে মামলা করেছিলেন তিনি ৷ সেই মামলার রায়ে পরিবেশ আদালত বিশ্বভারতী কর্তৃপক্ষকে 10 লক্ষ টাকা জরিমানা করে ৷ সেইসঙ্গে, দূষণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ বেঁধে দেওয়া হয় ৷ কিন্তু, সুভাষের অভিযোগ, বিশ্বভারতী পরিবেশ আদালতের নির্দেশ ফুৎকারে উড়িয়ে দিয়েছে ৷ এমনকী, তারা জরিমানাও টাকাও জমা করেনি ৷