পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati Agitation: বিশ্বভারতীতে মশাল মিছিল, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে উত্তেজনা - Torch Rally of students in Visva Bharati

ছাত্রকে ভর্তি না নেওয়া ও ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া-সহ উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে 15 দিন ধরে বিশ্বভারতীতে চলছে আন্দোলন ৷ বুধবার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে মশাল মিছিল করল পড়ুয়ারা(Visva Bharati Agitation)৷

Etv Bharat
বিশ্বভারতীতে পড়ুয়াদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা

By

Published : Dec 7, 2022, 11:02 PM IST

শান্তিনিকেতন, 7 ডিসেম্বর: ফের উপাচার্যের বাসভবনের সামনে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি । নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ উপাসনাগৃহের সামনে থেকে বুধবার সন্ধ্যায় মশাল মিছিল করে আন্দোলনকারী পড়ুয়ারা(Students Torch Rally at Visva Bharati) ৷ উপাচার্যের বাসভবনের সামনে আসতেই বাধা দেয় নিরাপত্তারক্ষী ও পুলিশ ৷ বাসভবনের গেটে ব্যানার লাগানোকে কেন্দ্র করে পড়ুয়া ও নিরাপত্তারক্ষীদের মধ্য়ে শুরু হয় ধস্তাধস্তি ।

ছাত্রকে ভর্তি না নেওয়া ও ছাত্রীকে গবেষণাপত্র জমা দিতে না দেওয়া-সহ উপাচার্যের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে 15 দিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন চলছে ৷ শান্তিনিকেতনে উপাচার্যের বাসভবন পূর্বিতার কাছে ধরনা মঞ্চ করে চলছে আন্দোলন । প্রথম দিন থেকেই গৃহবন্দি উপাচার্য । মঙ্গলবার বাসভবন থেকে বেরোতে গেলে তাঁর গাড়ির সামনে বসে পরে পড়ুয়ারা ৷ পরে নিরাপত্তারক্ষীরা আন্দোলনকারী পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ ।

তার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উপাসনা গৃহের কাছ থেকে মশাল মিছিল করে পড়ুয়ারা ৷ মিছিল আসে উপাচার্যের বাসভবন পর্যন্ত ৷ আগেই বাসভবন নিরাপত্তারক্ষী ও পুলিশ মুড়ে ফেলেছিল ৷ মিছিল আসতেই শুরু হয় ধস্তাধস্তি । উপাচার্যের গেটে ব্যানার লাগাতে বাধা দেওয়ায় নতুন করে উত্তেজনা শুরু হয় বিশ্বভারতীতে ৷

বিশ্বভারতীতে পড়ুয়াদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা

পড়ুয়াদের মধ্যে শুভ নাথ বলেন, "উপাচার্য আমাদের সঙ্গে কোনওরকম আলোচনায় বসছে না ৷ নিরাপত্তারক্ষীরা গুণ্ডার কাজ করছে ৷ মারধর করছে আমাদের ৷ আমরা এই আন্দোলন চালিয়ে যাব ।"

আরও পড়ুন :বিশ্বভারতীতে ছাত্র আন্দোলনের জেরে উত্তেজনা, পড়ুয়াদের মারধরের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details