শান্তিনিকেতন, 6 সেপ্টেম্বর : উপাচার্য ও বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে অর্থ সংগ্রহে পথে নামলেন আন্দোলনকারী পড়ুয়ারা । এদিন হাতে পোস্টার নিয়ে গান গেয়ে পথচলতি মানুষজনের কাছে অর্থ সংগ্রহে নামেন তাঁরা । উপাচার্যের বাড়ির সামনে বিশৃঙ্খলা সরানোর জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই মামলা চালিয়ে যেতেই অর্থ সংগ্রহ শুরু করলেন পড়ুয়ারা । 8 সেপ্টেম্বর হাইকোর্টের সেই মামলার শুনানি রয়েছে ।
আরও পড়ুন :Visva-Bharati : এখনও ‘গৃহবন্দি’ উপাচার্য, অনশনে অনড় বহিষ্কৃত ছাত্রীও
সম্প্রতি তিন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয় বিশ্বভারতী থেকে । এছাড়া গত এক বছরে 12 জন অধ্যাপক-অধ্যাপিকাকে সাসপেন্ড করা হয়েছে । পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরানো সহ অধ্যাপক-অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে গত 27 অগস্ট রাত থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা ।
বাসভবনের সামনে বিশৃঙ্খলা সরানোর জন্য রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । আদালত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করে ৷ তবে উপাচার্যের বাসভবন থেকে 50 মিটার দূরে বিক্ষোভে অনুমতি দেয় আদালত ৷ আদালতের সেই নির্দেশ মেনে উপাচার্যের বাড়ি থেকে 50 মিটার দূরে সরিয়ে নেওয়া হয় অবস্থান মঞ্চ ।