শান্তিনিকেতন, 17 অগাস্ট : অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই ঘোষণার পরই উপাচার্যের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, সামনের শিক্ষাবর্ষে ভরতির আগে বিশ্বভারতী বন্ধ রাখা যাবে না। উপাচার্যের বাসভবনের সামনে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে চলতে থাকে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। বাসভবন কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা।
পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী ৷ বোলপুর-শান্তিনিকেতনের হাজারেরও বেশি মানুষ মিছিল করে এসে ভেঙে দেয় নির্মাণ কাজ। ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলা মাঠের গেট ৷ মিছিলে দেখা যায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের। JCB মেশিন এনে ভেঙে দেওয়া হয় কংক্রিটের গেট। শান্তিনিকেতন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি ঘটনাস্থানে। ফলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্ত ঘটনা জানিয়ে বিশ্বভারতীর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর জগদীপ ধনকড়। ঘটনায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।