পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিশ্বভারতী, উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ - বিক্ষোভ পড়ুয়াদের

পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী ৷ এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়৷ বিশ্বভারতী বন্ধ থাকার খবর চাউর হতেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান-বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ।

students protest
বিক্ষোভ পড়ুয়াদের

By

Published : Aug 17, 2020, 7:18 PM IST

Updated : Aug 19, 2020, 1:06 PM IST

শান্তিনিকেতন, 17 অগাস্ট : অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই ঘোষণার পরই উপাচার্যের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়াদের একাংশ। তাদের দাবি, সামনের শিক্ষাবর্ষে ভরতির আগে বিশ্বভারতী বন্ধ রাখা যাবে না। উপাচার্যের বাসভবনের সামনে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে চলতে থাকে পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। বাসভবন কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা।

বিশ্বভারতীর উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ

পৌষমেলার মাঠ পাঁচিল দিয়ে ঘেরাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত বিশ্বভারতী ৷ বোলপুর-শান্তিনিকেতনের হাজারেরও বেশি মানুষ মিছিল করে এসে ভেঙে দেয় নির্মাণ কাজ। ভেঙে দেওয়া হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলা মাঠের গেট ৷ মিছিলে দেখা যায় তৃণমূল বিধায়ক, কাউন্সিলরদের। JCB মেশিন এনে ভেঙে দেওয়া হয় কংক্রিটের গেট। শান্তিনিকেতন থানার সামনে এই ঘটনা ঘটলেও পুলিশকে দেখা যায়নি ঘটনাস্থানে। ফলে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমস্ত ঘটনা জানিয়ে বিশ্বভারতীর তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল তথা বিশ্বভারতীর রেক্টর জগদীপ ধনকড়। ঘটনায় পুলিশ আট জনকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনার পরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার কথা বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই খবর ছড়াতেই বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে পড়ুয়াদের একাংশ। রবীন্দ্রসংগীত গাইতে গাইতে চলতে থাকে এই বিক্ষোভ । উপাচার্যের বাসভবনের সামনে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের দিয়ে মুড়ে ফেলা হয়। পড়ুয়াদের একাংশের দাবি, আজ যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যুক্ত নয় ছাত্রছাত্রীরা। সামনে ভরতি প্রক্রিয়া শুরু হবে। বিশ্বভারতী বন্ধ থাকলে পড়ুয়াদের ক্ষতি হবে। পড়ুয়াদের ক্ষতি করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা যাবে না।

পড়ুয়াদের মধ্যে ফাল্গুনী পাল বলেন, "আমরা শুনতে পেলাম অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধ রাখা হচ্ছে । আজকের ঘটনার সঙ্গে পড়ুয়ারা যুক্ত নয় ৷ কিন্তু পড়ুয়াদের ক্ষতি করে বিশ্বভারতী বন্ধ রাখা হচ্ছে কেন? এই জবাব চাইতে আমরা এসেছি উপাচার্যের বাড়ির সামনে। বিশ্বভারতী বন্ধ থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবে।"

Last Updated : Aug 19, 2020, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details