পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে - Student Agitation at Visva Bharati

ক্যাম্পাস খুলতে হবে ৷ এই দাবিতে বিশ্বভারতীতে ডেপুটেশন দিতে যান বাম সমর্থিত ছাত্র-ছাত্রীরা ৷ তাঁদের ঢুকতে বাধা দিতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের ৷ তার জেরেই বিক্ষোভ শুরু হয় বিশ্ববিদ্যালয় চত্বরে (Student Agitation at Visva Bharati) ৷

Student Agitation in visva bharati
ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

By

Published : Jan 28, 2022, 12:42 PM IST

Updated : Jan 28, 2022, 1:14 PM IST

শান্তিনিকেতন, 28 জানুয়ারি :ফের ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে । ক্যাম্পাস খোলা-সহ একাধিক দাবিতে শুক্রবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে ডেপুটেশন দিতে আসেন বাম সমর্থিত পড়ুয়ারা । নিরাপত্তারক্ষীরা তাঁদের ঢুকতে বাধা দিলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের সঙ্গে ৷ এই মুহূর্তে কার্যত বিক্ষোভ চলছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে (Student Demonstration at Visva Bharati Campus)।

নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি

ক্যাম্পাস খোলার দাবিতে কয়েক দিন ধরেই বিশ্বভারতীতে সরব হয়েছে বাম ছাত্র সংগঠনগুলি ৷ শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে উপাচার্যকে 12 দফা দাবিতে ডেপুটেশন দিতে আসে বাম সমর্থিত পড়ুয়ারা । কিন্তু ঢুকতে বাধা দেওয়ায় পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি শুরু হয়ে যায় ।

পড়ুয়াদের অভিযোগ, নিরাপত্তারক্ষীরা কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়ার ফলে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন ৷ এই ঘটনার পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দু'টি রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছে ৷

আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে শুভ নাথ ও সোমনাথ সৌ বলেন, "আমরা আমাদের দাবি জানাতে এসেছি । নিরাপত্তারক্ষীরা আমাদের ঢুকতে বাধা দেয়৷ আমাদের সঙ্গে ধস্তাধস্তি হয় ৷ আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে । আমরা উপাচার্যের পদত্যাগ চাই ।"

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের মুহূর্ত

আরও পড়ুন :VC on Visvabharati : বিশ্বভারতী আজ বোলপুর ভারতী হয়ে গিয়েছে, মন্তব্য উপাচার্যের

Last Updated : Jan 28, 2022, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details