পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সমাবর্তনে পেলেন না ছাতিমপাতা, আক্ষেপ বিশ্বভারতীর পড়ুয়াদের - শান্তিনিকেতনের খবর

বিশ্বভারতীর সমাবর্তনে প্রতি বছর প্রথা মেনে শংসাপত্রের পাশাপাশি এক বৃন্তে পাঁচটি ছাতিম পাতা দেওয়া হয়ে থাকে পড়ুয়াদের । কিন্তু এবার করোনা পরিস্থিতিতে সেই প্রথায় ছেদ পড়ল ।

Viswa Bharati Convocation
ছবি

By

Published : Feb 19, 2021, 4:56 PM IST

শান্তিনিকেতন, 19 ফেব্রুয়ারি : এই প্রথমবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে শংসাপত্র ও প্রথা অনুযায়ী ছাতিম পাতা পেলেন না পড়ুয়ারা । স্বাভাবিক ভাবেই আক্ষেপ রয়েছে পড়ুয়াদের মনে । তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বিষয়টি মেনেও নিচ্ছেন তাঁরা ।

বিশ্বভারতীর আম্রকুঞ্জে জহর বেদীতে হয়ে গেল সমাবর্তন অনুষ্ঠান । এই প্রথমবার সমাবর্তনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক । এছাড়াও, উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।

সমাবর্তনের ভার্চুয়ালি বক্তব্য রাখেন আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

সমাবর্তনে শংসাপত্র ও ছাতিমপাতা হাতে না পেয়ে আক্ষেপ পড়ুয়াদের

আরও পড়ুন : "দুধের স্বাদ ঘোলে মেটানো", আক্ষেপ বিশ্বভারতীর উপাচার্যের

কিন্তু, এই প্রথমবার সমাবর্তনে পড়ুয়ারা হাতে পেলেন না শংসাপত্র ও ছাতিম পাতা । স্বাভাবিক ভাবেই আক্ষেপ রয়েছে তাঁদের । অনুষ্ঠান থেকে বেরিয়ে সেই আক্ষেপের কথাই জানালেন পড়ুয়ারা । প্রসঙ্গত, বিশ্বভারতীর সমাবর্তনে পড়ুয়াদের শংসাপত্র দেওয়ার পাশাপাশি এক বৃন্তে পাঁচটি ছাতিম পাতার প্রথা চলে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকেই ।

ABOUT THE AUTHOR

...view details