পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva Bharati : হাইকোর্টের নির্দেশে স্বস্তি, অনশন ভঙ্গ করে অকাল হোলিতে মাতল বিশ্বভারতীর পড়ুয়ারা

চারদিন অনশনের পর অবশেষে স্বস্তি ৷ হাইকোর্টের রায়ে ফের পঠন-পাঠনে ফিরতে চলেছেন বহিষ্কৃত পড়ুয়ারা ৷ মিষ্টি খেয়ে অনশন ভঙ্গ করে আবির খেলায় মাতলেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷

Visva Bharati
Visva Bharati

By

Published : Sep 8, 2021, 7:05 PM IST

Updated : Sep 8, 2021, 8:57 PM IST

শান্তিনিকেতন, 8 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে উচ্ছ্বসিত আন্দোলনকারী পড়ুয়া থেকে অধ্যাপকরা ৷ আজ মিষ্টির হাঁড়ি নিয়ে তাঁরা উপাচার্যের বাসভবনের গেটের সামনে যান ৷ সেখানে মিষ্টির হাঁড়ি নামিয়ে গান গেয়ে ও স্লোগান দিতে দিতে একে অপরকে মিষ্টি খাইয়ে দেন ৷ এরপর উপাচার্যের বাড়ির সামনে শুরু হয় পড়ুয়াদের অকাল হোলি খেলা । মিষ্টি খেয়ে চারদিনের অনশন ভঙ্গ করেন ছাত্রী রূপা চক্রবর্তী ও অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য । তবে উপাচার্যের বিরুদ্ধে তাঁদের আন্দোলন জারি থাকবে বলে জানান পড়ুয়ারা ।

27 অগস্ট থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন ঘেরাও করে চলছে বিক্ষোভ । চারদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন সংগীত ভবনের বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য । সম্প্রতি তিনজন পড়ুয়াকে তিন বছরের জন্য বহিষ্কার করে বিশ্বভারতী । সেই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে উপাচার্যের বাড়ির সামনে শুরু হয় আন্দোলন ।

পঠন-পাঠনে ফিরলেও আন্দোলন জারি থাকবে, জানালেন পড়ুয়ারা

এরপর উপাচার্যের বাড়ির সামনে বিশৃঙ্খলা সরানোর জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । সেই মামলার দ্বিতীয় দিনের শুনানিতে বহিষ্কার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন :Visva Bharati : হাইকোর্টের নির্দেশে খুশি বিশ্বভারতীর আন্দোলনকারীরা

তিন পড়ুয়াকে অবিলম্বে পঠন-পাঠনে ফেরানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি বহিষ্কার করার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ যে কারণ দেখিয়েছে তা উপযুক্ত নয় বলে মন্তব্য করেন বিচারপতি । পাশাপাশি বিশ্বভারতী ক্যাম্পাস থেকে সমস্ত রকমের আন্দোলন প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয় এদিন ।

এদিনও উপাচার্যের বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশকর্মী
আদালতের এই রায়ে খুশি পড়ুয়া থেকে অধ্যাপক-অধ্যাপিকা সকলেই । তাঁদের মূল দাবি ছিল, বহিষ্কৃত পড়ুয়াদের পঠন-পাঠনে ফেরাতে হবে । তবে আদালতের নির্দেশ মেনে তাঁদের আন্দোলন চলবে বলে জানিয়েছে 'বিশ্বভারতী-শান্তিনিকেতন বাঁচাও যৌথ মঞ্চ' ৷
পঠন-পাঠনে ফেরার আনন্দে অকাল হোলিতে মাতল বিশ্বভারতীর আন্দোলনকারী পড়ুয়ারা
এদিন বহিষ্কৃত ছাত্রী রূপা চক্রবর্তী বলেন, "আদালতের নির্দেশে আমরা খুশি । এই উপাচার্য পরবর্তীতে আমাদের সঙ্গে আবারও ষড়যন্ত্র করতে পারেন । ছয় মাসের বেশি সময় আমাদের সাসপেন্ড করে রাখা হয়েছিল । সেই সময়টার ক্ষতিপূরণ কে দেবে আমাদের ? তাই আদালতের নির্দেশ মেনে আমাদের আন্দোলন চলবে ।"

আরও পড়ুন :Visva-Bharati University : বিশ্বভারতী পড়ুয়াদের পাশে এবার বোলপুর-শান্তিনিকেতনের নাট্যগোষ্ঠী

Last Updated : Sep 8, 2021, 8:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details