শান্তিনিকেতন, 11 নভেম্বর : নিরাপত্তার জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF) চেয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । উপাচার্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে খোলা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বভারতীর পড়ুয়ারা ৷ সমাবর্তনের সময় রাষ্ট্রপতি ও রাজ্যপালের কাছে এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত তাঁদের ৷ ইতিমধ্যে, এই খোলা চিঠি সোশাল মিডিয়া, পড়ুয়া ও অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশের হাতে হাতে ঘুরছে ৷ সমাবর্তনে কোনওরকম অশান্তি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাদার করা হচ্ছে ৷
বিশ্বভারতীর বেসরকারি নিরাপত্তারক্ষীরা স্থানীয় তৃণমূল নেতাদের দ্বারা প্রভাবিত ৷ তাই যখন তখন কর্মিসভার একাংশ উপাচার্যের কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে ৷ নিরাপত্তার এই গাফিলতির অভিযোগে পাঁচজন নিরাপত্তিরক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাই বিশ্বভারতীর নিরাপত্তার জন্য CISF চেয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও আচার্য তথা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন উপাচার্য ৷
এই প্রথম একটি শিক্ষা প্রতিষ্ঠানে আধা সামরিক বাহিনী আসতে চলেছে, যা রবীন্দ্র আদর্শের বিপরীত ৷ এই অভিযোগেই উপাচার্যের বিরুদ্ধে নিন্দার ঝড় শুরু হয় সোশাল মিডিয়ায় ৷ এমনকি, বিশ্বভারতীর বিভিন্ন জায়গায় উপাচার্যের CISF চাওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে পোস্টারও দেওয়া হয় ৷
রাষ্ট্রপতিকে খোলা চিঠি পড়ুয়াদের । দেখুন ভিডিয়ো... একই দাবিতে রাষ্ট্রপতিকে খোলা চিঠি দিয়ে CISF মোতায়েন স্থগিত রাখার আরজি জানানো হয় ৷ রাষ্ট্রপতি থাকাকালীন এই চিঠি বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা হয়েছে ৷ এছাড়াও, শান্তিনিকেতন জুড়ে এই চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে ৷ শোনা যাচ্ছে, সমাবর্তন চলাকালীন বিশ্বভারতীর পরিদর্শক তথা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও রেক্টর তথা রাজ্যপাল জগদীপ ধনকড়কেও এই চিঠি দেওয়া হতে পারে ৷ এই আশঙ্কা থেকেই আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ৷
বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়া, কর্মী, অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশের ক্ষোভ কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে ও কার্যকলাপের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে ৷ তবে, এবিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷