শান্তিনিকেতন, 9 জানুয়ারি : বিক্ষোভ-অবস্থান ঘিরে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ একসঙ্গে অবস্থান বিক্ষোভে উপচার্য থেকে পড়ুয়া ও ব্যবসায়ী ৷ একদিকে যখন ছাতিমতলায় মৌন অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা । অন্যদিকে, ছাতিমতলার গেটের বাইরে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে উপাচার্যের বিরুদ্ধে অবস্থান পড়ুয়াদের একটা অংশের । পরে বিক্ষোভকারী ছাতিমতলায় প্রবেশ করতে গেলে বাধা দেয় বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা । এরপর শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্বভারতী ।
উপাসনা গৃহের সামনে রাস্তা ফেরতের দাবিতে ঐতিহ্যবাহী ছাতিমতলায় অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রয়েছেন, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়াদের একাংশ । অন্যদিকে, ছাতিমতলার বাইরের গেটে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে উপাচার্যের বিরুদ্ধে অবস্থানে বসেছেন পড়ুয়াদের অন্য একটি অংশ । তাঁদের দাবি, বিশ্বভারতীতে অধ্যাপককে সাসপেন্ড সহ একাধিক ঘটনা ঘটে চলেছে । তার জন্য দায়ি উপাচার্য । তাই উপাচার্যের বিরুদ্ধে অবস্থানে বসেছেন তাঁরা । এরপরই পড়ুয়ারা ছাতিমতলার ভেতরে প্রবেশ করতে যান । সেই সময় বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা । শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের রীতিমতো ধস্তাধস্তি । উপাচার্যের বিরুদ্ধে ছাতিমতলার গেটের সামনে স্লোগান দিতে থাকেন তাঁরা । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী ।
আরও পড়ুন: রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক-অধ্যাপিকারা
একদিকে, উপাচার্যের মৌন অবস্থান । অন্যদিকে, উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়াদের একটা অংশের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বিশ্বভারতীতে ক্রমশ চড়ছে । পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "উপাচার্য যখন রাজনৈতিকভাবে অবস্থানে বসেছেন তখন আমরা বাধ্য হলাম তাঁর বিরুদ্ধে অবস্থানে বসতে । বিশ্বভারতীতে একের পর এক ঘটনা উপাচার্যের জন্যই ঘটে আসছে ।"