পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিশ্বভারতীতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি, অবস্থানে ব্যবসায়ীরাও - বিশ্বভারতীতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি পড়ুুয়াদের

উত্তপ্ত বিশ্বভারতী ৷ ছাতিমতলায় প্রবেশ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে ধস্তাধস্তি নিরাপত্তারক্ষীদের ৷ এদিকে, টাকা ফেরতের দাবিতে অবস্থানে ব্যবসায়ীরা ৷

ছবি
ছবি

By

Published : Jan 9, 2021, 12:22 PM IST

Updated : Jan 9, 2021, 2:09 PM IST

শান্তিনিকেতন, 9 জানুয়ারি : বিক্ষোভ-অবস্থান ঘিরে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ একসঙ্গে অবস্থান বিক্ষোভে উপচার্য থেকে পড়ুয়া ও ব্যবসায়ী ৷ একদিকে যখন ছাতিমতলায় মৌন অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকারা । অন্যদিকে, ছাতিমতলার গেটের বাইরে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে উপাচার্যের বিরুদ্ধে অবস্থান পড়ুয়াদের একটা অংশের । পরে বিক্ষোভকারী ছাতিমতলায় প্রবেশ করতে গেলে বাধা দেয় বিশ্বভারতী নিরাপত্তারক্ষীরা । এরপর শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের ধস্তাধস্তি । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্বভারতী ।

উপাসনা গৃহের সামনে রাস্তা ফেরতের দাবিতে ঐতিহ্যবাহী ছাতিমতলায় অবস্থানে বসেছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। রয়েছেন, আধিকারিক, অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়াদের একাংশ । অন্যদিকে, ছাতিমতলার বাইরের গেটে রবীন্দ্রসংগীত গাইতে গাইতে উপাচার্যের বিরুদ্ধে অবস্থানে বসেছেন পড়ুয়াদের অন্য একটি অংশ । তাঁদের দাবি, বিশ্বভারতীতে অধ্যাপককে সাসপেন্ড সহ একাধিক ঘটনা ঘটে চলেছে । তার জন্য দায়ি উপাচার্য । তাই উপাচার্যের বিরুদ্ধে অবস্থানে বসেছেন তাঁরা । এরপরই পড়ুয়ারা ছাতিমতলার ভেতরে প্রবেশ করতে যান । সেই সময় বাধা দেয় বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা । শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে পড়ুয়াদের রীতিমতো ধস্তাধস্তি । উপাচার্যের বিরুদ্ধে ছাতিমতলার গেটের সামনে স্লোগান দিতে থাকেন তাঁরা । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী ।

অবস্থান বিক্ষোভে পড়ুয়ারা

আরও পড়ুন: রাস্তা ফেরতের দাবিতে ছাতিমতলায় অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, অধ্যাপক-অধ্যাপিকারা

একদিকে, উপাচার্যের মৌন অবস্থান । অন্যদিকে, উপাচার্যের বিরুদ্ধে পড়ুয়াদের একটা অংশের অবস্থানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ বিশ্বভারতীতে ক্রমশ চড়ছে । পড়ুয়াদের মধ্যে সোমনাথ সৌ বলেন, "উপাচার্য যখন রাজনৈতিকভাবে অবস্থানে বসেছেন তখন আমরা বাধ্য হলাম তাঁর বিরুদ্ধে অবস্থানে বসতে । বিশ্বভারতীতে একের পর এক ঘটনা উপাচার্যের জন্যই ঘটে আসছে ।"

অবস্থান বিক্ষোভে উপাচার্য ও শিক্ষকরা

আরও পড়ুন :রাস্তা ফেরানোর দাবিতে কাল মৌন অবস্থানে বিশ্বভারতীর উপাচার্য, বিক্ষোভে পড়ুয়া-ব্যবসায়ীরাও

এদিকে, একই সময়ে ছাতিমতলা থেকে কিছুটা দূরে উপাসনা গৃহের সামনে পৌষমেলার অগ্রিম টাকা ফেরতের দাবিতে উপাচার্যের বিরুদ্ধে অবস্থানে ব্যবসায়ীরা । গত পৌষমেলায় ব্যবসায়ীদের কাছে অগ্রিম টাকা "সিকিউরিটি মানি" হিসেবে নিয়েছিল বিশ্বভারতী । অভিযোগ, পরবর্তীতে সেই টাকা সম্পূর্ণ ফেরত দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ । হাতে পোস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে উপাসনা গৃহের বিপরীতে অবস্থান বিক্ষোভে বসেছেন ব্যবসায়ীরা ।

দেখুন বিশ্বভারতীর অবস্থান বিক্ষোভের ভিডিয়ো

আরও পড়ুন :বিশ্বভারতীতে অবস্থান-বিক্ষোভ "আলাপিনী মহিলা সমিতি"-র

ব্যবসায়ীদের মধ্যে আমিনুল হুদা বলেন, "পৌষমেলার অগ্রিম টাকা 2019 সালে আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু, দিচ্ছেন না উপাচার্য। স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত কথা বললেও তিনি নিজেই দুর্নীতিগ্রস্ত ।" সব মিলিয়ে সরগরম বিশ্বভারতী ।

Last Updated : Jan 9, 2021, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details