শান্তিনিকেতন, 26 সেপ্টেম্বর : এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ ৷ বিশ্বভারতীর পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশ সহ বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরা এই বিক্ষোভ দেখান ৷ পরে শান্তিনিকেতন থানার ওসি’র কাছে দু’টি স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা ৷ পাশাপাশি, উপাচার্যের ঘনিষ্ঠদের ছবি সহ ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিরুদ্ধে গত এক বছরে একাধিক অভিযোগ দায়ের হয়েছে শান্তিনিকেতন থানায় ৷ তাঁর বিভিন্ন মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পড়ুয়া এবং অধ্যাপকেরা ৷ এমনকি, 2019 সালে পৌষমেলার দোকান উচ্ছেদে সময় উপাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন এক মহিলা ব্যবসায়ী ৷ সেই সব অভিযোগের বিরুদ্ধে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷ আর সেই অভিযোগে এ দিন শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখান বিশ্বভারতীর পড়ুয়া ও অধ্যাপকদের একাংশ ৷ বিক্ষোভে সামিল হন বোলপুর ব্যবসায়ী সমিতির সদস্যরাও ৷
বিক্ষোভের পাশাপাশি শান্তিনিকেতন থানার ওসিকে দু’টি স্মারকলিপি দেওয়া হয় ৷ যেখানে, অবিলম্বে উপাচার্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে ৷ এছাড়াও, উপাচার্যের ঘনিষ্ঠ অধ্যাপক, আধিকারিকদের ছবি দিয়ে ‘হুঁশিয়ারি’ লেখা ব্যানার দেখা যায় আন্দোলনকারী পড়ুয়া এবং অধ্যাপকদের হাতে ৷