পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ - unnatural death in hostel

কলেজে যাওয়ার জন্য ঋত্বিককে ডাকতে যায় তার বন্ধুরা ৷ তখনই তারা দেখতে পান ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলছে ঋত্বিকের দেহ ৷ ঋত্বিকের বাড়িতে খবর দেয় তারা ৷ ঋত্বিককে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে ৷ সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷

Student unnatural death
ছাত্রাবাসে উদ্ধার দেহ

By

Published : Jan 23, 2020, 10:05 PM IST

বোলপুর, 23 জানুয়ারি : বোলপুরে একটি বেসরকারি আইন কলেজের ছাত্রাবাস থেকে উদ্ধার ছাত্রের দেহ ৷ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা ৷ মৃত যুবকের নাম ঋত্বিককুমার গড়াই ৷ আজ বেলা 1 টা নাগাদ ছাত্রাবাসের ঘর থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ ৷ ঋত্বিকের মৃত্যু নিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ ৷

গতকাল রাতে কলেজ ক্যাম্পাসের ভিতরে ছাত্রাবাসে ছাদে একটি পিকনিকের আয়োজন করেছিল ছাত্রাবাসের ছাত্ররা ৷ সেই পিকনিকে ছিল ঋত্বিক ৷ রাত 10 টা নাগাদ বাড়িতে ফোন করে সে ৷ ফোনে বাবার সঙ্গে প্রায় পাঁচ মিনিট কথা বলে ঋত্বিক ৷ তখনই সে বাবাকে জানায় বন্ধুরা মিলে ছাত্রাবাসের ছাদে পিকনিক করছে ৷ তারপর আর ছেলের সঙ্গে কথা হয়নি নিমাই গড়াইয়ের ৷ আজ সকালে ছেলেকে ফোন করেন নিমাইবাবু ৷ কিন্তু ঋত্বিককে ফোনে পাওয়া যায়নি বলে জানান নিমাইবাবু ৷

ওই ছাত্রাবাসের দোতলার একটি ঘরে একাই থাকত ঋত্বিক ৷ আজ সকালে কলেজে যাওয়ার জন্য ঋত্বিককে ডাকতে যায় তার বন্ধুরা ৷ তখন তারা দেখতে পান ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে ঝুলছে ঋত্বিকের দেহ ৷ ঋত্বিকের বাড়িতে খবর দেয় তারা ৷ সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে ৷ সেখানেই ঋত্বিককে মৃত বলে জানান চিকিৎসকরা৷ পিকনিকের পর ছাত্রাবাসে ঋত্বিকের অস্বাভাবিক মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে ঋত্বিকের পরিবার । আজ হাসপাতালে উপস্থিত ছিলেন ওই কলেজের কর্মসচিব অমিতাভ চৌধুরি ৷ অমিতাভবাবুকে হাসাপাতালে ঘিরে বিক্ষোভ দেখায় মৃত ছাত্রের পরিজনেরা । যদিও, এই প্রসঙ্গে কোন মন্তব্য করতে নারাজ কলেজ কর্তৃপক্ষ ।

ইলামবাজারে ওই বেসরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ঋত্বিক । বাড়ি বীরভূমের সদাইপুর থানার মুসাবিরয়া গ্রামে । কলেজের ছাত্রাবাসে থেকেই পড়াশোনা করত সে । নিমাইবাবু জানান, "বুধবার রাতে পিকনিক ছিল কলেজের ছাত্রাবাসে৷ আজ সকালে ছাত্রাবাস থেকে ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় । আগের দিন রাতে ফোনে কথা বলেছে, পিকনিক করেছে সেটা জানিয়েছিল । এরপরেই মৃত্যু ।" ঋত্বিকের দাদা সমীর গড়াই বলেন, "খুন করা হয়েছে আমার ভাইকে । কলেজ কর্তৃপক্ষে সঠিকভাবে কিছুই জানাচ্ছে না আমাদের । আমরা এর বিচার চাই ।" পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতেই এই ঘটনা বলে অভিযোগ তুলেছে ঋত্বিকের পরিবার । ইলামবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details