পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Birbhum Student Murder : ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অপহরণের পর ‘খুন’ - ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে

ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমে ইলামবাজারে (Horrific Incident in Birbhum) ৷ আটক মৃত ছাত্রের বন্ধু শেখ সালমন ৷

Student Murder
ছাত্রের গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

By

Published : Sep 11, 2022, 9:35 AM IST

Updated : Sep 11, 2022, 11:25 AM IST

মল্লারপুর, 11 সেপ্টেম্বর :বাগুইআটির জোড়া ছাত্র খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ছাত্র খুন ৷ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া খুনের ঘটনা ৷ রবিবার ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে (Horrific Incident in Birbhum) ৷ মৃত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। অভিযোগ অপহরণ করে ওই ছাত্রকে খুন করা হয়েছে ৷ পরিবারের দাবী, 30 লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে অপহরণকারীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের বাবাকে ফোন করেছিল।

পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমদপুর গ্রামে। তাঁর বাবা পাথর ব্যবসায়ী । সেই ব্যবসা সূত্রে বর্তমানে মল্লারপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া জন্য থাকতো তারা। ওই ছাত্র আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ৷ অভিযুক্ত মৃত ছাত্রের বন্ধু ৷

আরও পড়ুন: বাগুইআটি কাণ্ডে ব্যবহৃত গাড়িতে মিলল 7টি আঙুলের ছাপ

পরিবারের অভিযোগ, শনিবার মৃত সৈয়দ সালাউদ্দিন নিখোঁজ ছিলেন ৷ এরপরই শনিবার রাতে ছাত্রের বাবার মোবাইলে ফোন আসে মুক্তিপণ চেয়ে দু‘বার ৷ ফোনে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ৷ তারপরেই স্থানীয় থানায় সমস্ত ঘটনাটিও জানানো হয় ৷ এরপরেই তদন্ত শুরু করে ইলামবাজার থানার পুলিশ ৷ মুক্তিপণ চেয়ে আসা ফোনের টাওয়ার লোকেশন দেখে সালাউদ্দিনের বন্ধু শেখ সালমান কে পুলিশ আটক করে পুলিশ ৷ সূত্রের খবর পুলিশি জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে ৷

Last Updated : Sep 11, 2022, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details