মল্লারপুর, 11 সেপ্টেম্বর :বাগুইআটির জোড়া ছাত্র খুনের রেশ কাটতে না কাটতেই আবারও ছাত্র খুন ৷ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া খুনের ঘটনা ৷ রবিবার ইলামবাজার থানার চৌপাহারি জঙ্গল থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে (Horrific Incident in Birbhum) ৷ মৃত ছাত্রের নাম সৈয়দ সালাউদ্দিন। অভিযোগ অপহরণ করে ওই ছাত্রকে খুন করা হয়েছে ৷ পরিবারের দাবী, 30 লক্ষ টাকা মুক্তি পণ চেয়ে অপহরণকারীরা ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রের বাবাকে ফোন করেছিল।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের বাড়ি বীরভূমের খয়রাশোল থানার আহমদপুর গ্রামে। তাঁর বাবা পাথর ব্যবসায়ী । সেই ব্যবসা সূত্রে বর্তমানে মল্লারপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া জন্য থাকতো তারা। ওই ছাত্র আসানসোলের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া ৷ অভিযুক্ত মৃত ছাত্রের বন্ধু ৷