পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Agitation at Visva Bharati : ছাত্রাবাস খোলার দাবিতে কর্মসচিবকে ঘেরাও করে বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী - student agitation at visva bharati university to open hostel

কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) খুললেও হস্টেল খোলা হয়নি ৷ তাই হস্টেল, ক্যান্টিন খোলার দাবিতে সোমবার বিশ্বভারতীতে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা ৷

student-agitation-at-visva-bharati-university-to-open-hostel
Student Agitation at Visva Bharati : ছাত্রাবাস খোলার দাবিতে কর্মসচিবকে ঘেরাও করে বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী

By

Published : Feb 28, 2022, 2:36 PM IST

শান্তিনিকেতন, 28 ফেব্রুয়ারি : ছাত্রাবাস খোলার দাবিতে উত্তাল বিশ্বভারতী (Student Agitation at Visva Bharati University) ৷ ঘেরাও করা হয় কর্মসচিব আশিস আগরওয়ালকে ৷ পালটা পড়ুয়াদের সঙ্গে অবস্থানে বসলেন কর্মসচিব ৷ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের পঠনপাঠন বন্ধ করে চলছে বিক্ষোভ । নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের ধ্বস্তাধস্তিতে ছাত্রীদের পোশাকও ছিঁড়ে যায় বলে অভিযোগ ।

কোভিড পরিস্থিতির পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) খুললেও ছাত্রাবাসগুলি খোলা হয়নি ৷ ছাত্রাবাস, ক্যান্টিন খোলার দাবিতে দীর্ঘদিন ধরে বিশ্বভারতীতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা ৷ এদিন একই দাবিতে সকাল থেকে উত্তাল বিশ্বভারতী । সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সঙ্গীতভবন, পাঠভবন, শিক্ষাভবন-সহ সমস্ত বিভাগের পঠনপাঠন বন্ধ করে দেন আন্দোলনকারী পড়ুয়ারা ৷

পরে ভবনের গেটে তালা দিয়ে দেওয়া হয় ৷ আন্দোলনকারী পড়ুয়ারা বিশ্বভারতীর কর্মসচিব আশিস আগরওয়ালকে তাঁর দফতরে ঘেরাও করে বিক্ষোভ দেখান ৷ চেয়ার ছেড়ে আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে মেঝেতে বসে পড়েন কর্মসচিব । কর্মসচিবের দফতরে ঢোকার সময় পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের রীতিমতো ধ্বস্তাধস্তি হয় ৷ ছাত্রীদের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে । ছাত্রাবাস ও ক্যান্টিন খোলার দাবিতে উত্তাল বিশ্বভারতী ।

ছাত্রাবাস খোলার দাবিতে কর্মসচিবকে ঘেরাও করে বিক্ষোভ, উত্তাল বিশ্বভারতী

পড়ুয়াদের মধ্যে দ্বিজীতা সিকিদার, দেবমিতা বন্দ্যোপাধ্যায়, মীনাক্ষী ভট্টাচার্য বলেন, "হস্টেল না খোলা হলে ছাত্রাছাত্রীদের খুব সমস্যা হচ্ছে । আমরা সব পঠনপাঠন বন্ধ করে দিয়েছি ৷ অবিলম্বে হস্টেল খুলতে হবে । না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব । নিরাপত্তারক্ষীরা আমাদের জামা ছিঁড়ে দিয়েছে ।"

আরও পড়ুন :Student Agitation at Visva-Bharati : ক্যাম্পাস খোলার দাবিতে ছাত্র আন্দোলন বিশ্বভারতীতে

ABOUT THE AUTHOR

...view details