পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে বীরভূমে কড়া লকডাউন শুরু, চলবে 31 জুলাই পর্যন্ত - Corona virus in birbhum

আজ থেকে বীরভূমে শুরু হল কড়া লকডাউন । চলবে 31 জুলাই পর্যন্ত । প্রতিদিন দুপুর 12 টা থেকে রাত 10 টা পর্যন্ত জারি থাকবে ।

Lockdown from 12 noon to 10 pm
Lockdown from 12 noon to 10 pm

By

Published : Jul 27, 2020, 3:57 AM IST

সিউড়ি, 26 জুলাই : রাজ্য সরকারের তরফ থেকে ঘোষিত হয়েছে সপ্তাহে দুদিন লকডাউন । তবে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে 6 টি পৌরসভায় 24 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত কড়া লকডাউন জারি থাকবে । দুপুর 12 টা থেকে রাত 10 টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে । সে মতো আজ শহরের বিভিন্ন রাস্তায় পুলিশি তৎপরতা দেখা গেল ।

কোরোনা সংক্রমণ এড়াতে বীরভূমের 6 টি পৌরসভা তথা সিউড়ি, রামপুরহাট, নলহাটি, দুবরাজপুর, সাঁইথিয়া ও বোলপুরে কড়া লকডাউন চলছে । বিধি অমান্য করায় এখনও পর্যন্ত রামপুরহাট থানার পুলিশ প্রায় 100 জনকে আটক করেছে । নলহাটি তো বেশ কড়াকড়ি চোখে পড়েছে । নলহাটি থানার পুলিশ বেশ কয়েকটি বাইক আটক করেছে । সাঁইথিয়ায় লকডাউন কার্যকর করার জন্য রাস্তায় চলছে পুলিশি টহল । একইভাবে সিউড়ি ও বোলপুরে লকডাউন ভাঙায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ।

জেলা প্রশাসনের তরফে জানান হয়েছে, আজ থেকে 31 জুলাই পর্যন্ত কড়া লকডাউন চলবে । পূর্বে বেলা 3 টে থেকে সকাল 6 টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছিল । কিন্তু তা বদলে দুপুর 12 টা থেকে রাত 10 টা পর্যন্ত ঘোষণা করা হয়েছে । এই লকডাউন যাতে সাফল্য পায় তাই প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে । তবে জেলার অধিকাংশ মানুষ সচেতন হয়েছে ।

শুক্রবার বীরভূম জেলা পরিষদের কনফারেন্স হলে একটি প্রশাসনিক বৈঠক হয় । সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কড়া লকডাউনের । বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা জেলা পরিষদ পরামর্শদাতা অভিজিৎ সিংহ এবং জেলা প্রশাসনিক স্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details