তারাপীঠ, 4 জানুয়ারি : কোভিড নির্দেশিকা মেনে তারাপীঠে খোলা থাকছে হোটেল ও মন্দির । মঙ্গলবার তারাপীঠ মন্দির কমিটি ও তারাপীঠ হোটেল ব্যবসায়ী সংগঠনকে নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত নিল রামপুরহাট মহকুমা প্রশাসন (COVID restrictions at Tarapith Temple premises) ।
এদিন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের সভা কক্ষে বৈঠক হয় । উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক নাভেদ শামিম, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান কুমার মুখোপাধ্যায় এবং তারাপীঠ মন্দির কমিটি ও হোটেল সংগঠনের সদস্যরা । বৈঠকে সিদ্ধান্ত হয়, কোভিড নির্দেশকা মেনে 50 জনের বেশি দর্শনার্থীকে মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না । পাশাপাশি তারাপীঠের সমস্ত হোটেলগুলিতে অনলাইন বুকিং বন্ধ করা হয়েছে ৷ হোটেলে আগত পুণ্যার্থীদের আরটি পিটিআর রিপোর্ট থাকা আবশ্যক ৷ পাশাপাশি মেনে চলতে হবে সমস্ত নিয়মাবলী ৷ তারপরই তাঁদের হোটেল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷