রামপুরহাট, 22 মার্চ : বগটুই গ্রামের উপপ্রধান মৃত্যুর ঘটনায় তড়িঘড়ি ক্লোজ করা হল রামপুরহাটের ওসি ত্রিদীপ প্রামাণিককে ৷ অপসারিত এসডিপিও সায়ন আহমেদ ৷ এদিকে অগ্নিগর্ভ রামপুরহাটের ঘটনায় তদন্তে সিট গঠনের নির্দেশ দিল রাজ্য (State government set to form special investigation team in Rampurhat incident) ৷ বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন রাজ্য পুলিশের ডিজি ৷
তৃণমূল উপপ্রধান ভাদু শেখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ রামপুরহাটের বগটুই গ্রাম । সোমবার রাত থেকে মৃত উপপ্রধানের অনুগামীরা তাণ্ডব চালায় গ্রামে ৷ জ্বালিয়ে দেওয়া হয় প্রায় 10টি বাড়ি ৷ সেই অগ্নিসংযোগের ঘটনায় অন্ততপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বগটুই গ্রামে(Several died as houses set on fire in Rampurhat after TMC Leader Killed) ৷ যদিও পুলিশের দাবি সংখ্যাটা 7 ৷