পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Visva-Bharati Land Dispute : বিশ্বভারতীকে কলোনি উচ্ছেদ না করার আবেদন রাজ্য সরকারের

শুক্রবার বোলপুরের রথীন্দ্রপল্লি কলোনি পরিদর্শন করেন রাজ্য সরকারি আধিকারিকরা ৷ এই কলোনির জমির মালিক বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এখানে রাজ্য সরকারের তরফে উচ্ছেদ না করার আবেদন জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে (colony eviction at Rathindra Pally in Bolpur) ৷

Land Dispute at Rathindra Pally in Bolpur
বিশ্বভারতীতে জমি সংক্রান্ত সমস্যা

By

Published : Dec 3, 2021, 3:34 PM IST

Updated : Dec 3, 2021, 6:07 PM IST

শান্তিনিকেতন, 3 ডিসেম্বর : রথীন্দ্রপল্লিতে কলোনি উচ্ছেদ না করার আর্জি জানিয়ে বিশ্বভারতীকে চিঠি দিল রাজ্য সরকার (colony eviction at Rathindra Pally in Bolpur) । বিশ্বভারতী কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকে যৌথভাবে পরিদর্শন করেন শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লি এলাকা । এখানে দীর্ঘ 30 বছর ধরে প্রায় 52টি পরিবারের বাস ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বিশ্বভারতীর জায়গায় দু'টি আদিবাসী অধ্যুষিত গ্রাম গঠন করে গিয়েছেন ৷ একটি বালিপাড়া, অন্যটি পিয়ার্সনপল্লি ৷ এছাড়াও, শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লি এলাকায় খাসপাড়া নামক একটি কলোনি প্রায় 30 বছর ধরে গড়ে উঠেছে ৷ এখানে 52টি পরিবারের বাস ৷ এই জায়গাটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ তাই কলোনি উচ্ছেদের জন্য রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরকে একাধিকবার চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও এই কলোনি 'প্রদীপ তরফদার কলোনি' নামে রাজ্য সরকারের খাতায় নথিভুক্ত রয়েছে ৷ এখানে বসবাসকারী মানুষজন সেভাবে সরকারি পরিষেবা পান না ৷ কারণ, জমির মালিক যেহেতু বিশ্বভারতী, তাই এই এলাকায় আবাস যোজনার বাড়ি কিংবা সুলভ শৌচালয় নির্মাণ করার এক্তিয়ার নেই রাজ্য সরকারের ।

বিশ্বভারতীতে জমি সংক্রান্ত সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে প্রশাসন

এই কলোনি যাতে উচ্ছেদ না করা হয় তার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার । এদিন বিশ্বভারতীর আধিকারিকরা ও জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, রূপপুর গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা এই কলোনিতে যান ৷ যৌথভাবে পরিদর্শন করেন ৷ রাজ্য সরকার কী চাইছে, পুনরায় লিখিতভাবে কর্মসচিবকে জানাতে বলেন বিশ্বভারতীর আধিকারিকরা ।

জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক শান্তনু দাস বলেন, "এই জমিটি বিশ্বভারতী । কিন্তু এখানে বহুদিন ধরে অনেকগুলি পরিবারের বাস ৷ তাই আমাদের আবেদন কলোনিটি থাকুক ৷ আমরা আজ দেখলাম ঘুরে ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিশ্বভারতীকে আবারও আমরা জানাব । আমরা চাই কলোনির মানুষগুলো সঠিক পরিষেবা পাক ।"

আরও পড়ুন : Visva-Bharati VC Video Controversy : "আমার কোনও আগ্রহ নেই", NAAC মূল্যায়নের আগে উপাচার্যের বক্তব্য ঘিরে বিতর্ক

Last Updated : Dec 3, 2021, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details