শান্তিনিকেতন, 3 ডিসেম্বর : রথীন্দ্রপল্লিতে কলোনি উচ্ছেদ না করার আর্জি জানিয়ে বিশ্বভারতীকে চিঠি দিল রাজ্য সরকার (colony eviction at Rathindra Pally in Bolpur) । বিশ্বভারতী কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকে যৌথভাবে পরিদর্শন করেন শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লি এলাকা । এখানে দীর্ঘ 30 বছর ধরে প্রায় 52টি পরিবারের বাস ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বিশ্বভারতীর জায়গায় দু'টি আদিবাসী অধ্যুষিত গ্রাম গঠন করে গিয়েছেন ৷ একটি বালিপাড়া, অন্যটি পিয়ার্সনপল্লি ৷ এছাড়াও, শান্তিনিকেতনের রথীন্দ্রপল্লি এলাকায় খাসপাড়া নামক একটি কলোনি প্রায় 30 বছর ধরে গড়ে উঠেছে ৷ এখানে 52টি পরিবারের বাস ৷ এই জায়গাটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৷ তাই কলোনি উচ্ছেদের জন্য রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার দফতরকে একাধিকবার চিঠি দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । যদিও এই কলোনি 'প্রদীপ তরফদার কলোনি' নামে রাজ্য সরকারের খাতায় নথিভুক্ত রয়েছে ৷ এখানে বসবাসকারী মানুষজন সেভাবে সরকারি পরিষেবা পান না ৷ কারণ, জমির মালিক যেহেতু বিশ্বভারতী, তাই এই এলাকায় আবাস যোজনার বাড়ি কিংবা সুলভ শৌচালয় নির্মাণ করার এক্তিয়ার নেই রাজ্য সরকারের ।