পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিরাপত্তায় ফাঁক, চন্দন কাঠ কাটা ঠেকাতে পারল না বিশ্বভারতী - rabindra bhavan and malancha at visva bharati

বিশ্বভারতীতে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও মাঝেমধ্যে চুরি যায় মূল্যবান গাছের খানিকটা অংশ । কী ভাবে ? প্রশ্নটা থেকেই যাচ্ছে ।

বিশ্বভারতী

By

Published : Sep 20, 2019, 3:47 PM IST

Updated : Sep 21, 2019, 7:30 AM IST

শান্তিনিকেতন, 20 সেপ্টেম্বর : বিশ্বভারতী থেকে চুরি গেল চন্দন কাঠ । নিরাপত্তার ঘেরাটোপে থাকা রবীন্দ্রভবন ও মালঞ্চ থেকে গাছ দুটির খানিকটা অংশ কেটে নিয়ে যাওয়া হয় । আজ সকালে সংশ্লিষ্ট লালবাঁধ পুকুরের জল থেকে গাছের কাণ্ডগুলি উদ্ধার করেন বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিকরা । বিশ্বভারতী কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে ।

বিশ্বভারতীর এই রবীন্দ্রভবন থেকেই চুরি গেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক । তারপর কোটি কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হয় বিশ্বভারতীর নিরাপত্তা ব্যবস্থা । বিশেষ করে রবীন্দ্রভবন চত্বর মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে । যদিও লাভ হয়নি । এরপরেও একাধিকবার বিশ্বভারতীর বিভিন্ন জায়গা থেকে চুরি গেছে মূল্যবান চন্দন গাছ ।

দেখুন ভিডিয়োয়
কাল রাতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে রবীন্দ্রভবন ও মালঞ্চ চত্বর থেকে চুরি যায় দুটি চন্দন গাছ । আজ সকালে বিষয়টি নজরে আসে । আগেরবারের মতই এবারও স্থানীয় লালবাঁধের জল থেকে কাণ্ড দুটি উদ্ধার করেন নিরাপত্তারক্ষীরা ।

বিশ্বভারতীর তরফে শান্তিনিকেতন থানায় অভিযোগ জানানো হয় । বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক অশোক গুন বলেন, "আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি । পুলিশকেও জানানো হয়েছে ।"

Last Updated : Sep 21, 2019, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details