বোলপুর, 11 মে : পাহাড়ে পর্যটকদের সুবিধার্থে বিশেষ পর্যটন কোচ চালু করল ভারতীয় রেল । ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের তত্ত্বাবধানে 6 দিনের পাহাড় ভ্রমণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে ৷ 20 মে শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এই ট্রেন ৷ বোলপুর হয়ে যাবে এই ট্রেন ৷ দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণ করবে (Special train coach for travelers in mountains)।
এদিন বোলপুর স্টেশনে সাংবাদিক বৈঠক করেন ইণ্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এণ্ড ট্যুরিজম কর্পোরেশনের (IRCTC) পূর্ব রেলের আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "20 মে রাত্রি 8:30টা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়বে । এই ট্রেনের সঙ্গে একটি বিশেষ কোচ যোগ করা হয়েছে ৷ এটি হল 'সামার কোচ স্পেশাল'। 6 দিনের দার্জিলিং ও গ্যাংটক ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে ৷ শিয়ালদা থেকে একমাত্র বোলপুরের দাঁড়াবে এই ট্রেন । ভ্রমণের জন্য যাত্রী পিছু 20 হাজার 750 টাকা ধার্য করা হয়েছে । গরম পড়তেই পাহাড়ে বাড়ছে পর্যটকের সংখ্যা ৷ কিন্তু, টিকিট বুকিং করতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের । পর্যটকদের সুবিধার্থেই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে (Special Train coach from Indian Railway)।"