পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ballavpur Deer Park : তীব্র দাবদাহে হরিণদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা বল্লভপুর অভয়ারণ্যে - special arrangements for deer in Birbhum Ballavpur Deer Park due to heat summer condition

চিকিৎসকদের পরামর্শে সকালে বল্লভপুর অভয়ারণ্যের (Ballavpur Deer Park) হরিণদের ছোলা, ভুট্টা গুঁড়ো, জলের মাধ্যমে ওআরএস খাওয়ানো হচ্ছে । দেওয়া হচ্ছে ভুট্টা পাতা ।

deer in birbhum ballavpur deer park
তীব্র গরমে হরিণদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা বল্লভপুর অভয়ারণ্যে

By

Published : Apr 26, 2022, 10:37 PM IST

Updated : Apr 26, 2022, 11:04 PM IST

শান্তিনিকেতন, 26 এপ্রিল: প্রবল গরমে হাসফাঁস অবস্থা । দক্ষিণবঙ্গে চলছে প্রবল দাবদাহ । এই দগ্ধ গরমে শুধু মানুষ নয় কষ্ট অবলা প্রাণিদেরও । শান্তিনিকেতনের বল্লভপুর হরিণ উদ্যানে (Ballavpur Deer Park) বর্তমানে রয়েছে 266টি হরিণ । তীব্র দাবদাহ থেকে তাদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা করেছে বন দফতর । পশু চিকিৎসকদের পরামর্শ মত হরিণদের খাওয়ানো হচ্ছে বিশেষ ধরনের ওআরএস, গ্লুকোজ জল ৷ এছাড়া, শরীর ঠাণ্ডা রাখতে দেওয়া হচ্ছে ভুট্টার পাতা ৷

তীব্র গরমে হরিণদের সুস্থ রাখতে বিশেষ ব্যবস্থা বল্লভপুর অভয়ারণ্যে

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের দাপটে জনজীবনে কার্যত ত্রাহিত্রাহি রব উঠেছে । বীরভূম জেলার তাপমাত্রা গত কয়েক দিন ধরে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইছে লু । আগামী কয়েকদিন এই জেলায় বৃষ্টির যে কোনও সম্ভাবনা নেই, তা স্পষ্ট করে দিয়েছে শ্রীনিকেতন আবহাওয়া দফতর ৷ এই দাবদাহে মানুষজনের পাশাপাশি নাজেহাল পশুপাখিরাও ৷ বল্লভপুর অভয়ারণ্যে 266টি হরিণের মধ্যে রয়েছে 51টি শাবক ও 66টি স্ত্রী হরিণ । মে থেকে অগস্ট মাসে হরিণদের প্রজননের সময় ৷ তার আগে তীব্র গরম থেকে হরিণদের রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দফতর (special arrangements for deer in Birbhum Ballavpur Deer Park due to heat summer condition) ৷ চিকিৎসকদের পরামর্শে সকালে এখানকার হরিণদের ছোলা, ভুট্টা গুঁড়ো, জলের মাধ্যমে ওআরএস খাওয়ানো হচ্ছে । এছাড়াও প্রেসক্রিপশন অনুযায়ী খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে ওষুধ ৷

আরও পড়ুন : দুর্গাপুর পুড়ছে প্রবল তাপে, অলিখিত কার্ফু শহরজুড়ে

এছাড়াও হরিণদের শরীর ঠাণ্ডা রাখতে দিনে বেশ কয়েকবার জল পরিবর্তন করা হচ্ছে ৷ সেই জলে বিশেষ ধরনের গ্লুকোজ মিশিয়ে দেওয়া হচ্ছে ৷ শরীর ঠান্ডা রাখার জন্য দেওয়া হচ্ছে ভুট্টা গাছের পাতা । এরজন্য এই অভয়ারণ্যেই চাষ করা হচ্ছে ভুট্টা ৷ বন দফতরের বোলপুরের বিট অফিসার প্রভাস হালদার এই প্রসঙ্গে বলেন, "গরম থেকে হরিণদের বাঁচাতে সমস্ত রকম ব্যবস্থা আমরা নিয়েছি । পশু চিকিৎসকদের পরামর্শ মতোই ওষুধ, ওআরএস, গ্লুকোজ জল দেওয়া হচ্ছে ৷ আশা করি, আগাম ব্যবস্থা নেওয়ার জন্য গরমে হরিণদের কোনও সমস্যা হবে না ।"

Last Updated : Apr 26, 2022, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details