পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুলে গেল সোনাঝুরির খোয়াই হাট, খুশি ব্যবসায়ী থেকে পর্যটকরা - সোনাঝুরির খোয়াই হাট,

করোনা আবহের জন্য প্রায় দু'বছর ধরে বন্ধ সোনাঝুরির এই হাট । মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছিল । সেই সময় হাট অল্পবিস্তর খুলেছিল । ফের করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল । দীর্ঘদিন পর এদিন ফের খুলে গেল হাট ।

খুলে গেল সোনাঝুরির খোয়াই হাট
খুলে গেল সোনাঝুরির খোয়াই হাট

By

Published : Jul 3, 2021, 8:16 PM IST

শান্তিনিকেতন, 3 জুলাই : দীর্ঘদিন পর খুলে দেওয়া হল শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরির খোয়াই হাট । কোভিড বিধি মেনে অল্পসংখ্যক দোকান নিয়ে শনিবার খুলে গেল এই হাট । এতে খুশি কুটির শিল্পী থেকে শুরু করে বাউল শিল্পী ও পর্যটকরা ।

এই হাটের উপর নির্ভর করে দিন চলে হাজারও কুটির শিল্পীর । শান্তিনিকেতন মানেই অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি জঙ্গলে শনিবারের খোয়াই হাট । শনিবারের হাট হলেও বর্তমানে নিত্যদিন বসত হাট । মূলত কাঁথাস্টিচ, বাটিক, বুটিকের পোশাক সহ সুতো, বিভিন্ন ফলের বীজ, কাঠ প্রভৃতি দিয়ে তৈরি গহনা সহ হস্তশিল্পের হাট এটি ।

করোনা আবহের জন্য প্রায় দু'বছর ধরে বন্ধ সোনাঝুরির এই হাট । মাঝে পরিস্থিতি কিছুটা শিথিল হয়েছিল । সেই সময় হাট অল্পবিস্তর খুলেছিল । ফের করোনা পরিস্থিতির জেরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল । দীর্ঘদিন পর এদিন ফের খুলে গেল হাট । তবে অল্পসংখ্যক দোকান নিয়ে হাট খোলা হয়েছে । কোভিড বিধি মানতে পর্যটকদেরও মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে ।

প্রথমদিন হাট খুলতেই পর্যটকদের ঢল দেখা যায় । দীর্ঘদিন পর হাট খোলায় রীতিমতো খুশি ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক ও বাউল শিল্পীরাও । সোনাঝুরি হাট কমিটির সম্পাদক শেখ কাউসার বলেন, "চরম আর্থিক সঙ্কট চলছিল । সবকিছুই যখন খোলা, হাটও খুলে দেওয়া হল ।"

আরও পড়ুন : Domestic Cricket : রণজি শুরু 16 নভেম্বর, ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ

ব্যবসায়ীদের মধ্যে চুমকি বিবি বলেন, "হাট বন্ধ থাকায় আমরা খুবই সমস্যার মধ্যে পড়েছিলাম । এটার উপরই তো নির্ভর করে আমাদের রুজিরুটি । আমরা চাই বেশি সংখ্যক পর্যটক আসুন । পরিস্থিতি স্বাভাবিক হোক । হাট খোলায় খুব খুশি ।" বাউল শিল্পী জগা ক্ষ্যাপা বলেন, "এই হাটে গান করেই দিন চলে । কতদিন মানুষের মুখ দেখেনি । হাট খোলায় খুব খুশি হলাম ।"

ABOUT THE AUTHOR

...view details