পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপহরণের গল্প ফেঁদে বাবার থেকে 5 লাখ টাকা আদায়ের চেষ্টা, ধৃত যুবক - বাবার কাছ থেকে মুক্তিপণ

বাবার থেকে মোটা টাকা আদায় করতে অপহরণের নাটক । মুক্তিপণের টাকা নিতে গিয়েই ধরা পড়ে গেল সিউড়ির বাসিন্দা আমির ।

Birbhum  false kidnap case
Birbhum false kidnap case

By

Published : Jun 30, 2020, 1:16 AM IST

সিউড়ি, 29 জুন: সিনেমার কায়দায় অপহরণের গল্প বানিয়ে বাবার থেকে মোটা টাকা আদায়ের চেষ্টা করেছিল ছেলে । কিন্তু মুক্তিপণের টাকা নিতে এসেই পুলিশের জালে ধরা পড়ে গেল । বীরভূমের সিউড়ির ঘটনা ।

সিউড়ি থানার গোরুইঝোড়া গ্রামের বাসিন্দা শিক্ষক আমির খান । রবিবার মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে বন্ধুদের সঙ্গে অপহরণের ছক কষে । পরিকল্পনা মতোই রাতে বাড়িতে ফোন করে জানানো হয়, আমিরকে অপহরণ করা হয়েছে । মুক্তিপণ বাবদ পাঁচ লাখ টাকা দিতে হবে।

আমিরের বাবা দ্রুত পুলিশের দ্বারস্থ হন । পুলিশ তদন্ত শুরু করে । সোমবার সকালে পুলিশের পরিকল্পনা মতো একটি নির্দিষ্ট স্থানে মুক্তিপণ নিতে ডাকা হয় অপহরণকারীদের। সেখান থেকেই পুলিশ আমির ও আর তার দুই বন্ধু সুমন রায় এবং পল্টু মাহারাকে গ্রেপ্তার করে । তাদের সিউড়ি আদালতে তোলা হলে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

সরকারি আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী বলেন, "পুলিশি তদন্তে জানা গেছে, ওই ছেলেটি নেশা করত। নেশার বস্তু কেনার জন্যই অপহরণের ছক কষেছিল তিন বন্ধু মিলে । পুলিশ একটি ফোন উদ্ধার করেছে।"

ABOUT THE AUTHOR

...view details