অযোধ্যার রামমন্দির শিল্যানাসের জন্য তারাপীঠ থেকে পাঠানো হল মাটি ও জল
অযোধ্যায় রামমন্দির শিল্যানাসের জন্য যাচ্ছে তারাপীঠের জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল ৷ সে সঙ্গে পাঠানো হচ্ছে তারাপীঠ মহাশশ্মানের মাটিও ৷ এই উপলক্ষে বীরভূম জেলা হিন্দু পরিষদের পক্ষ থেকে তারাপীঠে এক যজ্ঞের আয়োজন করা হয় ৷
তারাপীঠ, 28 জুলাই: অযোধ্যায় রামমন্দির নির্মাণ উপলক্ষে মঙ্গলবার তারাপীঠে বীরভূম জেলা হিন্দু পরিষদের তরফ থেকে একটি যজ্ঞের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞ করে রামমন্দির নির্মাণের জন্য মাটি পুজো করা হয়। মাটি পুজো করার জন্য তারাপীঠের জীবিত কুণ্ড ও দ্বারকা নদীর জল আনা হয় । পাশাপাশি বাংলার অন্যতম শক্তিপিঠের তারাপীঠ মহাশ্মশানের মাটি দিয়ে পুজো করা হয়। এই পুজোর উপকরণ এবং এ দিনের মহাযজ্ঞের ভস্য পিতলের কলসিতে করে পাঠান হবে অযোধ্যায়। সেখানে আগামী 5 অগাস্ট রামমন্দির নির্মাণ কাজে এই উপকরণগুলি ব্যবহৃত হবে ৷