শান্তিনিকেতন, 10 অক্টোবর : শান্তিনিকেতন থানার ঠিকানা বোলপুর থানা। এক কথায় শান্তিনিকেতন থানার ভবনটি বোলপুর থানার অন্তর্গত। সম্ভবত রাজ্যে একমাত্র থানা শান্তিনিকেতন, যা অন্য থানা এলাকায় অবস্থিত অর্থাৎ শান্তিনিকেতন থানা বা চত্বরে কোনও ঘটনা ঘটলে অভিযোগ হওয়ার কথা বোলপুর থানায়। সেই অভিযোগের তদন্ত করার কথা বোলপুর থানার পুলিশের। এমনটাই হয়ে রয়েছে দুই থানার মানচিত্র অনুযায়ী।
বোলপুর থানায় অবস্থিত শান্তিনিকেতন থানা ! - বোলপুর থানা
শান্তিনিকেতন থানার ঠিকানা কী ? শান্তিনিকেতন থানার ভবনটি বোলপুর থানার অন্তর্গত। ফলে, শান্তিনিকেতন থানা চত্বরে কোনও ঘটনা ঘটলে সেই অভিযোগের তদন্ত করবে বোলপুর থানা ৷ বোলপুর থানার অন্তর্গত 'বোলপুর মৌজা' মধ্যে পড়ছে শান্তিনিকেতন থানা। বোলপুর থানার অন্তর্গত 'বোলপুর মৌজা' মধ্যে পড়ছে শান্তিনিকেতন থানা। রাজ্যে একমাত্র থানা শান্তিনিকেতন, যা অন্য থানা এলাকায় অবস্থিত ৷
প্রসঙ্গত, সাধারণত গ্রাম পঞ্চায়েত অথবা মৌজা ভিত্তিক থানার এলাকার চিহ্নিত করা হয়। একথা বলাই যায় যে, শান্তিনিকেতন থানা বা তার চত্বরে কোনও ঘটনা ঘটলে তার জন্য অভিযোগ করতে হবে বোলপুর থানায়। সেই ঘটনার তদন্ত করার এক্তিয়ার রয়েছে বোলপুর থানার। এমনকি, বিশ্বভারতীর অধিকাংশ অংশ শান্তিনিকেতন থানা এলাকার মধ্যে পড়ছে না। যা বোলপুর থানা এলাকার মধ্যে পরে। যদিও, বিশ্বভারতীর যে কোন ঘটনার যাবতীয় তদন্তভার থাকে শান্তিনিকেতন থানার কাছে। অভিযোগ দায়ের হয় শান্তিনিকেতন থানায়।
যদিও, এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "এটি কোনও বিষয় নয়। এর জন্য কোনও অসুবিধা হয় না।"