শান্তিনিকেতন, 8 ডিসেম্বর: নতুন করে উত্তেজনা বিশ্বভারতীতে ৷ এসএফআইয়ের রাজ্য নেতৃত্ব বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনের গেটের কাছে বিক্ষোভ দেখাতে থাকে (SFI Scuffle with Security Guards While Overlap on Vice Chancellors Residence Gate)। তাঁর বাড়ির গেট টপকাতে যায় ছাত্রনেতারা ৷ ফের শুরু হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি ।
16 দিন ধরে ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। গৃহবন্দি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । পূর্বপল্লিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতা থেকে 60 মিটার দূরে ধরনা মঞ্চ করে চলছে আন্দোলন ৷ বৃহস্পতিবার এসএফআইয়ের রাজ্য সহ-সভাপতি দেবাঞ্জন দে-র নেতৃত্বে অন্যান্য নেতারাও আসেন। আন্দোলনকারী পড়ুয়াদের নিয়ে উপাচার্যের বাসভবনের গেট টপকাতে যান তাঁরা ৷ বাধা দেয় নিরাপত্তারক্ষীরা ৷ শুরু হয় ধস্তাধস্তি ৷ নতুন করে উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীতে ৷
আরও পড়ুন :বিশ্বভারতীতে মশাল মিছিল, পড়ুয়া-নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তিতে উত্তেজনা