সিউড়ি, 2জুলাই: রাজ্যজুড়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ফি মুকুবের দাবিতে সরব হয়েছে অভিভাবক থেকে শুরু করে বিভিন্নছাত্র প্রতিষ্ঠান।আজবীরভূম জেলার সিউড়িতে স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনেঅবস্থান বিক্ষোভে বসলSFI।ছাত্র-ছাত্রীদের ফি মকুবের পাশাপাশি আদিবাসী ছাত্রাবাসগুলিরসংস্কারের দাবি তোলা হয় এই আন্দোলনে।
স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে SFI
জেলার শিক্ষার প্রতিষ্ঠানগুলির ফি মকুব এবং আদিবাসী ছাত্রাবাস সংস্কারের দাবিতে বীরভূম জেলার জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভ করল SFI ছাত্র সংগঠন। পরে ছাত্র সংগঠনের তরফ থেকে সমস্ত দাবি জানিয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।
স্কুল-কলেজের ফি মকুবের দাবিতে জেলা শাসকেরদপ্তরের সামনে বিক্ষোভেSFI
আজসকালে পোস্টার হাতে সিউড়ি শহরজুড়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেSFI।মিছিল শেষে তারা জেলাশাসকের দপ্তরেরসামনে অবস্থান-বিক্ষোভে বসে। বিক্ষোভ শেষে বিভিন্ন দাবি জানিয়ে জেলাশাসক মৌমিতাগোদারা বসুর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়SFI-র পক্ষ থেকে।
আন্দোলনেরকারণ হিসেবে তারা জানায়,কোরোনা কারণেদীর্ঘদিন ধরে লকডাউন চলেছে। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার।পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল-কলেজ যখন খুলবে,তখন পড়ুয়াদের ও ছাত্রাবাসের ফি মকুবকরতে হবে।
পাশাপাশি তারা জানান,বর্তমানে ছাত্রাবাসগুলির বেহাল অবস্থা। সেগুলিরঅবিলম্বে সংস্কার প্রয়োজন।