পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI Agitation at Visva Bharati: সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বোলপুরে মিছিল এসএফআই'য়ের - রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

বিশ্বভারতীর সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এসএফআই-এর বিক্ষোভ মিছিল বোলপুরে (SFI Agitation at Visva Bharati) ৷ এই মিছিলের নেতৃত্ব দেন ময়ূখ-সৃজনরা ৷ বোলপুর স্টেশন থেকে শুরু হয় এই মিছিল ৷

Road Accident in Karnataka
Vehicle Hits Tree

By

Published : Jan 5, 2023, 9:51 PM IST

সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বোলপুরে মিছিল এসএফআই'র

বোলপুর, 5 জানুয়ারি: বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে বোলপুর স্টেশন থেকে শহর জুড়ে মিছিল করল এসএফআই। নেতৃত্ব দেন ময়ূখ বিশ্বাস, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান প্রমুখ । মিছিল করে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় এসএফআই । তাঁদের দাবি, অবিলম্বে সাতজন পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার করতে হবে (SFI Agitation demanding withdrawal of suspension of seven students) ।

24 দিন ধরে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে চলে ছাত্র আন্দোলন । তার প্রেক্ষিতে সাতজন পড়ুয়াকে এক বছরের জন্য সাসপেণ্ড করে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এমনকী, অর্থনীতি বিভাগের এক অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে বরখাস্ত করা হয় ৷

অবিলম্বে সমস্ত সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মিছিল করে বিক্ষোভ দেখায় এসএফআই । ছিলেন এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, রাজ্য সভাপতি প্রতিকুর রহমান-সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব । বিক্ষোভ মিছিল শেষে বিশ্বভারতীর ছাত্র পরিচালককে ডেপুটেশন দেয় এসএফআই ।

ময়ূর বিশ্বাস ও সৃজন ভট্টাচার্য বলেন, "বিশ্বভারতীতে পড়াশোনার পরিবেশ নেই, উপাচার্যের অগণতান্ত্রিক কার্যকলাপ এর জন্য দায়ী । সাতজন পড়ুয়াকে সাসপেণ্ড করে দিয়েছে । যদি তাদের সাসপেনশন প্রত্যাহার না করা হয়, আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব । উপাচার্য আইন মানেন না ।"

আরও পড়ুন:সাত পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহারের দাবিতে উপাচার্যের দফতর ঘেরাও করে বিক্ষোভ

প্রসঙ্গত, বুধবার নতুন করে ফের ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় । এই ঘটনার প্রতিবাদে উপাচার্যের বিরুদ্ধে উপাসনা গৃহের সামনে থেকে মিছিল করে পড়ুয়ারা । পরে কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা । বিক্ষোভের সময় উপাচার্য কেন্দ্রীয় কার্যালয়ে নিজ দফতরেই ছিলেন বলে জানা গিয়েছিল ।

পড়ুয়াদের মধ্যে শুভ নাথ ও মীনাক্ষী ভট্টাচার্যরা বলেছিলেন, "অবিলম্বে 7 জন পড়ুয়ার সাসপেনশন প্রত্যাহার করতে হবে । তা না হলে বৃহত্তর আন্দোলনে নামব । উপাচার্য আমাদের সঙ্গে এই নিয়ে কোনও রকম আলোচনায় বসছেন না । আমরা আলোচনায় রাজি থাকলেও উপাচার্য কোনওভাবেই আমাদের সঙ্গে কথা বলছেন না।

আরও পড়ুন:বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক বাংলা সংস্কৃতি মঞ্চের

উল্লেখ্য, উপাচার্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনে 27 ডিসেম্বর পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেয় বাংলা সংস্কৃতি মঞ্চ । এমনকী বিকল্প পৌষমেলার মাঠে তাঁদের স্টলে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বাংলা সংস্কৃতি মঞ্চের রাজ্য সভাপতি সামিরুল ইসলাম । তিনি সেদিন বলেন, "বাংলা সংস্কৃতি মঞ্চ সর্বতোভাবে পড়ুয়াদের পাশে আছে । তাদের পাশে দাঁড়িয়ে উপাচার্যের বিরুদ্ধে পথে নামব আমরা । কারণ এই উপাচার্য বিশ্বভারতীর পক্ষে ক্ষতিকর । রবীন্দ্র আদর্শকে ধ্বংস করছেন তিনি। তাই আর বসে থাকা নয়, পথে নামতে হবে আমাদের ।"

ABOUT THE AUTHOR

...view details