শান্তিনিকেতন, 19 জানুয়ারি: বিদ্যুৎ চুরির তদন্ত করতে গিয়ে শান্তিনিকেতনে আক্রান্ত খোদ বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং কর্মীরা ৷ ভাঙচুর করা হয়েছে বিদ্যুৎ দফতরের দু'টি গাড়িও ৷ ঘটনায় আহত 5জন (Several injured as villagers attack power department officers in Santiniketan)। প্রত্যেককেই নিয়ে যাওয়া হয়েছে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৷ অভিযোগ খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ ৷
অবৈধ উপায়ে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ৷ অভিযোগ পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত মনমোহনপুর গ্রামে বুধবার অভিযান চালায় রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের কর্মী-আধিকারিকরা (শান্তিনিকেতন শাখা) ৷ অভিযোগ, সেই সময় গ্রামের একাংশের মানুষ চড়াও হয় বিদ্যুৎ দফতরের কর্মী-আধিকারিকদের উপর ৷ গ্রামবাসীদের ছোঁড়া ইটের আঘাতে জখম হন বিদ্যুৎ দফতরের সহকারি ইঞ্জিনিয়ার আব্দুল গফফর সহ-5 জন ৷ দফতরের দু'টি গাড়িও ভাঙচুর করা হয় ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ও বিদ্যুৎ দফতরের সাব ডিভিশন অফিসার গিয়ে আহত কর্মী-আধিকারিকদের উদ্ধার করে ৷ আহতদের নিয়ে যাওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রে ৷