মল্লারপুর, 9 অগস্ট: সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল 9 জন অটোযাত্রীর (several died in a road accident at Birbhum mallarpur)। মঙ্গলবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম 60 নম্বর জাতীয় সড়কে ৷ মৃতদের নাম অটোচালক সীতারাম হেমব্রম(30),যশমতি হেমব্রম(50),হপনকুড়ি বেসরা(26),হোপেন হেমব্রম(26),পাকার হেমব্রম (20),সনদি হেমব্রম(45),শাকিলা হেমব্রম(54),বাসন্তী সোরেন(40) এক মহিলার পরিচয় এখনও জানা যায়নি । এই ঘটনায় মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । মৃতদের পরিবারেক 2 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মল্লারপুরের দিক থেকে দিনমজুরের কাজ করে একটি অটোতে চড়ে 8 জন মহিলা পারকান্দি গ্রামে বাড়ি ফিরছিলেন । সেই সময় রামপুরহাটের দিক থেকে মল্লারপুরের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কুশমোড়-সিউড়ি রুটের একটি বাস ৷ মেটেলডাঙা গ্রামের কাছে বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক ও 8 মহিলা যাত্রীর ।
আরও পড়ুন :জামাইষষ্ঠীতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি, পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল দম্পতির !
পুলিশ সূত্রে খবর, অটোটি পারকান্দি গ্রামের বাসিন্দা সীতারাম হেমব্রমের ৷ প্রায় প্রতিদিনই এই অটো করে ধান পুঁততে যেতেন গ্রামের মহিলারা । আজও তাঁরা সেই অটো করেই ফিরছিলেন ।
মৃত অটো চালকের বাবা শিরু হেমরম বলেন, "প্রতিদিন ভোরের দিকে ছেলে অটো নিয়ে মল্লারপুরের কাছে গৌরবাজার যায় এদের নিয়ে । সেখানে চাষের কাজ করে মহিলারা । বিকেলে কাজ শেষ হলে পুনরায় তাদের অটোতে চড়িয়ে বাড়ি ফেরে । এদিন ভোর 4টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় । বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে । আমি এলাকার একটি রাইস মিলে কাজ করি । খবর পেয়ে এসে দেখি ছেলের মৃতদেহ । প্রথমে চিনতে পারিনি পরে পোশাক দেখে ছেলেকে চিনতে হয়েছে ।"
বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে 9 যাত্রীর মৃত্যুতে রাজ্য ও কেন্দ্র সরকার আর্থিক সাহায্য ঘোষণা করল
আরও পড়ুন : আর কোনও দিন জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব না: পুণ্যার্থীদুর্ঘটনার খবর পেয়ে মল্লারপুর ও রামপুরহাট থানার পুলিশ এবং রামপুরহাট দমকল বাহিনী ঘটনাস্থলে আসে । মৃতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তা চালু রেখেই দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক মেরামতির কাজ চলছিল । সেই কারণে এই পথ দুর্ঘটনা ৷
বীরভূমের মল্লারপুর থানার মেটেলডাঙা গ্রামের কাছে রানিগঞ্জ-মোড়গ্রামে জসর্কারি বাসের সঙ্গে সংঘর্ষে যাঁদের মৃত্যু হয়েছে সেই অব পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। আজ এই ঘোষণা করলেন রাজ্যের নয়া পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
আরও পড়ুন :দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস, আহত 40