পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Scrub Typhus: ময়ূরেশ্বরে স্ক্রাব টাইফাসের থাবায় আক্রান্ত 49, 2 আদিবাসীর মৃত্যুর কারণ নিয়ে ধন্ধ

বীরভূমে ময়ূরেশ্বরে স্ক্রাব টাইফাসের থাবায় আক্রান্ত হয়েছেন 49 জন ৷ এরই মধ্যে 2 আদিবাসীর মৃত্যু হওয়ায় তাঁদের মৃত্যুর কারণ স্ক্রাব টাইফাসের কারণেই হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Scrub Typhus
ময়ূরেশ্বরে স্ক্রাব টাইফাসের থাবা

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 7:52 PM IST

ময়ূরেশ্বর, 10 নভেম্বর: বীরভূমের একটি আদিবাসী পাড়ায় 49 জনের শরীরে মিলল স্ক্রাব টাইফাসের হদিশ । পেট ব্যাথা, বমি, বারবার মলত্যাগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 50 জনেরও বেশি মানুষ । ইতিমধ্যে মৃত্যু পর্যন্ত হয়েছে দু'জনের । ডায়রিয়ার প্রকোপে এই মৃত্যু বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল । তবে এত মানুষের শরীরে স্ক্রাব টাইফাসের উপস্থিতি মেলায় মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে । মেডিক্যাল টিম এলাকায় নজরদারি চালাচ্ছে । রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, 49 জনের শরীরে থাবা বসিয়েছে স্ক্রাব টাইফাস । যা গোটা আদিবাসী মহল্লায় আতঙ্ক ছড়িয়েছে । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা স্বাস্থ্য দফতরের ।

ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বরের 1 নং ব্লকের গাজিপুর আদিবাসী পাড়ার । সেখানেই গত পাঁচদিন ধরে ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা । প্রথমে আক্রান্তদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হলেও পরে পরিস্থিতির গভীরতা বুঝেছে সকলকে স্থানান্তরিত করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে । রামপুরহাট স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত 56 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । শুক্রবারও চারজন আক্রান্তকে গ্রাম থেকে হাসপাতালে পাঠিয়েছে এলাকায় থাকা স্বাস্থ্য দফতরের দল ।

রামপুরহাট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে জানিয়েছেন, ‘‘এলাকায় স্বাস্থ্য কর্মীদের টিম রয়েছে । রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে । এমন ঘটনার কারণ কী খতিয়ে দেখা হচ্ছে । তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে ।’’

এই ঘটনায় স্বাভাবিভাবেই উদ্বেগ ছড়িয়েছে গোটা তল্লাটে । ঝিক্ড্ডা গ্রাম পঞ্চায়েতের গাজিপুর আদিবাসী পাড়ায় স্ক্রাব টাইফাসের এমন দাপটে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতরও । গত পাঁচদিন ধরে পেট ব্যাথা, বমির উপসর্গ ছড়িয়ে পড়েছে গোটা পাড়ায় । তাতেই আক্রান্ত হয়ে গত মঙ্গলবার ও বুধবার মৃত্যু হয়েছে এলাকার বাসিন্দা যথাক্রমে ধাকরুন টুডু ও দুর্গা মুর্মুর ।

জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘হাসপাতাল প্রাথমিক ভাবে ডায়রিয়ার প্রকোপে মৃত্যু বলে রিপোর্ট পাঠিয়েছে । তবে ডায়রিয়া নাকি স্ক্রাব টাইফাসের প্রকোপে এই মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে ।’’

গ্রামে অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প করা হয়েছে । পরিজনের চিকিৎসার জন্য হাসপাতালে থাকা এলাকার বাসিন্দা সুমিতা মার্ডি জানিয়েছেন, ‘‘পাঁচ ছ’দিন ধরে গাঁয়ের লোকের মাথা ব্যাথা, বমি, বারবার মলত্যাগ হচ্ছে । পাড়ার বেশিরভাগ লোকও অসুস্থ । তাঁদের সবাইকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে ।’’

অপর বাসিন্দা লেদে মুর্মু জানিয়েছেন, ‘‘পাঁচ দিন ধরে এ রকম চলছে । কী থেকে কী হল বুঝতে পারছি না । আজকে সকালেও চারজনকে গাড়ি করে গ্রাম থেকে হাসপাতালে পাঠিয়েছে । খুব ভয় লাগছে ।’’

আরও পড়ুন:

  1. কলকাতায় ফিরল স্ক্রাব টাইফাস আতঙ্ক, আক্রান্ত 10 শিশু
  2. স্ক্রাব টাইফাস কী এবং কীভাবে তা আটকানো যায়?

ABOUT THE AUTHOR

...view details