নানুর, 31 অক্টোবর:তিন জেলার রক্তের সংকট মেটাতে 7 দিন ধরে রক্ত সংগ্রহ করা হল নানুরের পাপুড়ি গ্রামে ৷ 7 দিনে মোট 1800 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে । বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলার রক্তের সংকট বেশ কিছুটা মিটবে, আশাবাদী সকলেই(Blood Donation Camp) ৷
কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ বলেন, "তিন জেলার ব্ল্যাড ব্যাঙ্ক থেকে কর্মীরা এসে রক্ত সংগ্রহ করছেন ৷ গ্রামের প্রচুর মহিলা এই শিবিরে রক্ত দিয়েছে । রক্তের সংকট কাটাতেই নবান্ন থেকে অনুমোদন নিয়ে আমরা 7 দিনের শিবির করেছি ।"
এক মাসব্যাপী উৎসব পরবর্তী সময়ে হাসপাতালের ব্ল্যাড ব্যাঙ্ক গুলিতে রক্ত শূন্যতা দেখা দিয়েছে ৷ বিশেষ করে নেগেটিভ গ্রুপের ব্ল্যাডের সংকট বরাবরেই ৷ বীরভূম-সহ মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলার হাসপাতাল গুলির রক্তের চাহিদা পূরণ করতে নানুরের পাপুড়ি গ্রামে 7 দিনের রক্তদান স্বেচ্ছায় শিবিরের আয়োজন করা হয় ৷ পাপুড়ি হাই মাদ্রাসা-সহ ভ্রাম্যমান বাসে রক্ত শিবির করা হয় ৷ বোলপুর মহকুমা হাসপাতাল, রামপুরহাট মেডিক্যাল কলেজ, কাটোয়া হাসপাতাল, মুর্শিদাবাদের হাসপাতাল থেকেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা এসে রক্ত সংগ্রহ করেন ৷