সিউড়ি, ১৭ মার্চ : নতুন ভোটাররা কি তৃণমূলের পক্ষে নেই? আজ এই প্রশ্ন তুলে দিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। নতুন ভোটারদের বোঝানোর জন্য তিনি কর্মীদের নির্দেশ দেন।
আজ সিউড়িতে দলের কর্মিসভা ছিল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, অসিত মাল, দলের সহ সভাপতি অভিজিৎ সিংহ প্রমুখ। সেই সভায় কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৈয়দ সিরাজ় জিম্মি আজ তৃণমূলে যোগ দেন।
ভিডিয়োয় শুনুন শতাব্দী রায়ের বক্তব্য সভায় বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী বলেন, "জেলা সংগঠন যে পোগ্রাম ঠিক করবে সেখানেই আমরা যাচ্ছি। বার বার ফোন করে দয়া করে বিরক্ত করবেন না। এটা কিন্তু বিয়েবাড়ি নয় যে নিমন্ত্রণ কার্ড পেলেই আসতে হবে। এটা দলের প্রোগ্রাম। যেখানে যেখানে সভা হচ্ছে আপনারা যাবেন।" কর্মীদের উদ্দেশ্যে কড়া সুরে শতাব্দী বলেন, "এলাকার যে খবর কেষ্টদা (অনুব্রত মণ্ডল) চাইছেন তা তাঁকে জানাবেন। শুধু কেষ্টদার বকার ভয় পেয়ে বা সাময়িক হাততালি পাবেন সেই ভেবে অনেক বেশি উচ্ছ্বাসে অনেক বেশি লিড হবে বলবেন না। বরং যেখানে খারাপ অবস্থা আছে বলবেন। কেষ্টদা সেটা রিপেয়ার করতে পারবেন। প্রার্থীরা সেখানে গিয়ে অবস্থা পরিবর্তন করতে পারবে। এখনও সময় আছে।"
তবে নতুন ভোটারদের প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে শতাব্দী রায় বলেন, "নতুন ভোটার হয়েছে প্রায় দু'লাখ। নতুন ভোটারদের প্রতি নজর দিন। এত হালকা করে নেবেন না। সবাই আমাদের সঙ্গে আছে এটা ভাবেন না। নতুন ভোটারদের বোঝান। ১৮ থেকে ২৫ বছর অনেক বেশি উন্মাদনা থাকে। যেটা আমাদের পক্ষে নাও যেতে পারে। সুতরাং নতুন ভোটারদের সঙ্গে আনুন। আমরা জিতবই।"