রামপুরহাট, 23 জানুয়ারি:এবার অনুব্রতর ছবি ব্যানারে না-থাকলে তিনি আইনের দিক থেকে সুবিধা পাবে বলে মন্তব্য করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy) ৷ এদিন রামপুরহাট 1 নম্বর ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতে 'দিদির রক্ষাকবচ' কর্মসূচিতে যান 'দিদির দূত' শতাব্দী ৷ সেখানে গিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে এমনই মন্তব্য করেন তিনি ৷ শতাব্দী বলেন, "বারবার সিবিআই বা ইডি প্রমাণ করার চেষ্টা করছে অনুব্রত মণ্ডল ক্ষমতাশালী, বিত্তশালী । আইনি ক্ষেত্রে তিনি বিপদে পড়েন এমন কাজগুলি না-করাই ভালো ।"
ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷ তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরকালে তাঁর অনুষ্ঠানস্থলের কোথাও বীরভূম তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি টাঙানো হবে না ! শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নাকি জেলাস্তরে এমনই নির্দেশ গিয়েছে । যদিও রাজনৈতিক মহলের ব্যাখ্যা, আইনি জটিলতা এড়াতেই তৃণমূলের এই কৌশল ৷ কারণ, গরুপাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন কেষ্ট ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর কোনও কর্মসূচিতে সেই ঘটনার আঁচ পড়ুক, চাইছে না রাজ্যের শাসকদল ৷ সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের এই বিষয়ে ব্যাখ্যা একদম আলাদা । তিনি বলেন "যদি পোস্টারে ছবি দিলে তিনি (অনুব্রত মণ্ডল) ক্ষমতাশালী বা প্রভাবশালী, বিরোধী উকিলের প্রমাণ করতে সুবিধে হয়। সেগুলো না-করাই ভালো ।"