রামপুরহাট, 18 ডিসেম্বর: বগটুই গণহত্যাকাণ্ডের (Bagtui massacre) মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুর প্রায় এক সপ্তাহ পরে তাঁর বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের কোনও নেতা ৷ রবিবার বগটুইয়ে গিয়ে লালন শেখের পরিবারের সঙ্গে দেখা করেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi roy meets wife of Lalan Sheikh) । সাংসদকে দেখেই কান্নায় ভেঙে পড়েন লালনের স্ত্রী রেশমা বিবি (wife of Lalan Sheikh) ।
শতাব্দী রায়কে এদিন সামনে পেয়ে এদিন লাললের স্ত্রী বলেন,"দিদি আপনিই প্রথম এলেন । এখনও তো কেউ পাশে এসে দাঁড়ায়নি । আমরা আইনের পথে লড়ছি, আর লড়ব । রাজ্যের দিদির উপর, দেশের বিচারব্যবস্থার উপর ভরসা আছে ।” উল্লেখ্য, গত 21 মার্চ মাসে রামপুরহাটের বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে পলাতক ছিল এই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ ৷ প্রায় আট মাস পর চলতি মাসের 3 ডিসেম্বর রাতে লালনকে গ্রেফতার করে সিবিআই ।
তারপর থেকে আদালতের নির্দেশে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে নিজেদের হেফাজতে নিয়ে লালনকে জিজ্ঞাসাবাদ করছিল সিবিআই । গত 12 ডিসেম্বর সিবিআই অস্থায়ী ক্যাম্পের শৌচালয় থেকে লালন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় (Lalan Sheikh death case) । তারপর থেকেই এই রহস্য মৃত্যু নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । সিবিআই হেফাজতে থাকা এক বিচারাধীন বন্দির কীভাবে মৃত্যু হল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ লালনের পরিবারের অভিযোগ তাঁকে খুন করেছে সিবিআই ৷