বোলপুর, 13 এপ্রিল: পুলিশকে 'শান্তি রক্ষার' নির্দেশ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের৷ অমর্ত্য সেনের অনুপস্থিতিতে তাঁর শান্তিনিকেতনের বাড়িটি যাতে বেদখল হয়ে না যায় তাই এই পদক্ষেপ ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিদেশে রয়েছেন ৷ তাঁর অনুপস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ 'প্রতীচী' বাড়ির জমির দখল নিতে পারে ৷ এই আশঙ্কায় মামলা হয়েছে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে । মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত শান্তিনিকেতন থানার ওসিকে অমর্ত্য সেনের বাড়ির চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনে পৈতৃক 'প্রতীচী' বাড়ির জমি বেদখল হওয়া আটকাতে 145 সিআরপিসি অনুযায়ী বোলপুর এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন অমর্ত্য সেনের বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ৷ সেই আবেদনের ভিত্তিতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের বাড়ি চত্বরে আইন ও শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে শান্তিনিকেতন থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকী, ওসিকে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে ৷ এই নির্দেশিকার প্রতিলিপি বিশ্বভারতীর কর্মসচিবকেও পাঠানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের অনুপস্থিতিতে তাঁর 'প্রতীচী' বাড়িতে কোনও রকম মাপজোখও করতে পারবে না ৷