বোলপুর, 9 জুলাই : সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সেতুর নিচ থেকে তোলা হচ্ছে বালি । যার ফলে যেকোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা । এবিষয়ে প্রশ্ন করা হলে, উড়ে আসে হুমকি । "ভুল করছিস কিন্তু ।"
সেতুর নিচ থেকে অবাধে তোলা হচ্ছে বালি, দুর্ঘটনার আশঙ্কা - bolpur
সরকারি নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই অবন সেতুর নিচ থেকে তোলা হচ্ছে বালি । যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা ।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নিয়ম অনুযায়ী নদীর আড়াই কিলোমিটারের মধ্যে বালি তোলা যায় না । এছাড়া, কোনও সেতুর আশপাশ থেকেও বালি তোলা বেআইনি । কিন্তু, অজয় নদ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রাক ট্রাক বালি । শুধু তাই নয়, অজয় নদের উপর অবন সেতু । সেই সেতুর নিচ থেকেই তোলা হচ্ছে বালি । সেই ছবিই ধরা পড়ল ETV ভারতের ক্যামেরায় । এবিষয়ে প্রশ্ন করা হলে ETV ভারতের প্রতিনিধিকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় । পাশাপাশি, সংবাদমাধ্যমের বুম ঠেলে সরিয়েও দেওয়া হয় ।
বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্চয় রায় বলেন, "বালি তোলার খবর পেলেই আমরা রেড করি । পুলিশকেও জানিয়ে রাখা হয়েছে । বিষয়টি দেখছি।"