পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটের আগে বীরভূম পুলিশে 'রুটিন বদলি' - Birbhum Police

নানুর, খয়রাশোল, পাড়ুই, ইলামবাজার, দুবরাজপুর-সহ বিভিন্ন থানা এলাকাগুলি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল । সেই কারণেই কি এই বদলি ? উঠছে প্রশ্ন । যদিও জেলার পুলিশ সুপার বলছেন এগুলি রুটিন বদলি ।

বীরভূম পুলিশ
ছবি

By

Published : Jan 18, 2021, 10:32 PM IST

বীরভূম, 18 জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বীরভূম পুলিশে রদবদল । সব মিলিয়ে 32 জন পুলিশ আধিকারিককে বদলি করা হল বিভিন্ন জায়গায় । এর মধ্যে 18 টি থানার ওসি বদল করা হয়েছে । যদিও, জেলা পুলিশ সুপার শ্যাম সিং গোটা বিষয়টিকে "রুটিন বদলি" হিসাবেই বলছেন ।

সামনে বিধানসভা নির্বাচন । বীরভূম জেলায় মহিলা থানাসহ 27 টি থানা রয়েছে । এর মধ্যে মধ্যে 18 টি থানার ওসিকে বদল করা হল ৷ ওসি-সহ মোট 32 জন আধিকারিককে জেলার বিভিন্ন জায়গায় বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে । ইতিমধ্যে জেলা পুলিশের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।

বীরভূম পুলিশের বিজ্ঞপ্তির প্রতিলিপি

আরও পড়ুন : পুলিশকর্মীদের জন্য গঠন ওয়েলনেস সেন্টার, থাকবেন মনোবিজ্ঞানী

বীরভূম জেলার নানুর, খয়রাশোল, পাড়ুই, ইলামবাজার, দুবরাজপুর-সহ বিভিন্ন থানা এলাকাগুলি রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল । একাধিকবার আগ্নেয়াস্ত্রসহ তাজা বোমা উদ্ধারও করেছে পুলিশ । তাই ভোটের আগে পুলিশি ব্যবস্থাকে আরও জোরদার করতেই এই রদবদল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details