পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নানুরে BJP কর্মীকে মারধরের প্রতিবাদে অবরোধ - bolpur

BJP কর্মীকে মারধরের প্রতিবাদে বোলপুর-পালিতপুর রোড অবরোধ দলীয় কর্মী-সমর্থকদের ৷ গ্রামে মোতায়েন পুলিশ ৷

BJP কর্মীকে মারধরের প্রতিবাদে অবরোধ নানুরে

By

Published : Sep 14, 2019, 1:02 PM IST

Updated : Sep 14, 2019, 1:23 PM IST

নানুর, 14 সেপ্টেম্বর : BJP কর্মীকে মারধরের জেরে উত্তপ্ত হয়ে উঠল নানুরের মোহনপুর গ্রাম ৷ বাঁশ, লাঠি নিয়ে বোলপুর-পালিতপুর রোড অবরোধ করলেন BJP কর্মী-সমর্থকরা ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে মোতায়েন পুলিশ ৷

গতকাল পঞ্চায়েতের একাধিক প্রকল্পের কাজের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ হয় ৷ স্থানীয় এক তৃণমূল কর্মীর ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে ৷ পালটা এক BJP কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ৷

এই ঘটনার প্রতিবাদে BJP কর্মী-সমর্থকরা মোহনপুরের কাছে বোলপুর-পালিতপুর রোড অবরোধ করেন ৷ বোলপুর ও নানুর থেকে বিশাল পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় ৷

Last Updated : Sep 14, 2019, 1:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details