পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santiniketan Road Block : বালির ঘাট দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, পথ অবরোধ - কোপাই নদীর বালির ঘাট দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ

বীরভূমে কোপাই নদীর অবৈধ বালির ঘাটের দখল নিয়ে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষের অভিযোগে উত্তেজনা ছড়ায় বুধবার । প্রতিবাদে বোলপুর-আহমেদপুর পথ অবরোধ করে তৃণমূলের মহিলা সমর্থকরা (Santiniketan Road Block) ৷

road block at santiniketan due to alleged tmc inner clash
Santiniketan Road Block : কোপাই নদীর বালির ঘাট দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, পথ অবরোধ

By

Published : Dec 29, 2021, 5:51 PM IST

শান্তিনিকেতন, 29 ডিসেম্বর : অবৈধ বালির ঘাট কার দখলে থাকবে এই নিয়ে দুই গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের লোকজনের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠল । গুলি চলে বলেও অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শান্তিনিকেতন থানার কংকালীতলা ও সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত এলাকা ৷ যদিও কোপাই নদী থেকে বালি তোলা সম্পূর্ণ বেআইনি ৷ উপ-প্রধানকে গ্রেফতারের দাবিতে এদিন বোলপুর-আহমেদপুর পথ অবরোধ করে তৃণমূলের মহিলা সমর্থকরা (road block at Santiniketan due to alleged TMC inner clash) ৷

শান্তিনিকেতন থানা এলাকায় কোপাই নদীর একদিকে কংকালীতলা গ্রাম পঞ্চায়েত, অন্যদিকে সর্পলেহনা গ্রাম পঞ্চায়েত ৷ এই নদীর বালির ঘাট কার দখলে থাকবে, এই নিয়ে দুই পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ । গুলিও চলে বলে অভিযোগ ।

স্থানীয়দের তরফে জানা গিয়েছে, বালির ঘাট দখলে রাখার জন্য কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখ দলবল নিয়ে সর্পলেহনা গ্রাম পঞ্চায়েতের সর্বানন্দপুর গ্রামে গিয়ে লোকজনকে মারধর করে । এরপরেই ওই গ্রাম-সহ আশপাশের গ্রামের তৃণমূল কর্মী সমর্থকেরা বোলপুর থেকে আহমেদপুর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ৷

কোপাই নদীর বালির ঘাট দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ, পথ অবরোধ

তাঁদের দাবি, ওই উপ-প্রধানকে গ্রেফতার করতে হবে ৷ যদিও, জেলার অন্যান্য নদী থেকে বালি তোলার জন্য সরকারি অনুমোদন মেলে ৷ কিন্তু কোপাই নদী থেকে বালি তোলার ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে ৷ অর্থাৎ বেআইনি বালির ঘাট কার দখলে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গ্রাম পঞ্চায়েতের লোকজনের মধ্যে বিবাদ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ । কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখ বলেন, "এই ঘটনার সঙ্গে আমার কোনও যোগ নেই।"

আরও পড়ুন :Satabdi Roy Faces Protest : সিউড়িতে বিক্ষোভের মুখে সাংসদ শতাব্দী রায়

ABOUT THE AUTHOR

...view details