নলহাটি, 5 নভেম্বর: ওভারটেক করতে গিয়ে সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ৷ তার জেরে আহত প্রায় 40 জন । তাদের মধ্যে আশঙ্কাজনক 14 জনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । রবিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের নলহাটি থানার মহেশপুর গ্রামের কাছে ।
স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি যাত্রীবোঝাই বাস নলহাটির দিক থেকে মোড়গ্রামের দিকে যাচ্ছিল । সামনের দিক থেকে আসছিল একটি খালি ডাম্পার । একটি লরিকে ওভারটেক করতে গিয়ে মহেশপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় ।
সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা । বাসটিতে ছিল প্রায় 50 জন যাত্রী । তাদের মধ্যে 40 জন যাত্রী আহত হয়েছেন । তাদেরকে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । কিন্তু তাদের মধ্যে 14 জনের আঘাত গুরুতর হওয়ার জন্য তাদেরকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।