পঞ্চায়েত ভোটের যাবতীয় ক্ষয়ক্ষতির দায় নির্বাচন কমিশনের বোলপুর, 12 এপ্রিল: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের যাবতীয় ক্ষয়ক্ষতির দায় রাজ্য় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে বুধবার মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ লাভপুরে বিজেপির জনসভা রয়েছে বক্তব্য রাখেন তিনি। সেখানে যাওয়ার আগে বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ক্ষয়ক্ষতির দায় রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে।" সেই সঙ্গে মিড-ডে মিল দুর্নীতি নিয়ে কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্ট নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি ৷
পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা প্রসঙ্গে সুকান্ত বলেন, "আমরা পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়েছি। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন সম্মতি দেয়নি ৷ আমরা স্পষ্ট বলতে চাই, রাজ্য পুলিশ বা দারোয়ান দিয়ে ভোট করাবেন ভালো কথা ৷ কিন্তু, কারও যদি কোনও ক্ষতি হয়, মাথা ফাটে তার দায় রাজ্য নির্বাচন কমিশনকেই নিতে হবে।" সেই সঙ্গে, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি রাজ্যের প্রতিটি আসনে প্রার্থী দেবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার।
পালটা রাজ্যের শাসক দলতে কটাক্ষের সুরে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, যেভাবে তৃণমূলের মধ্যেই দ্বন্দ্ব বাড়ছে তাতে তিনি ভয় পাচ্ছেন ৷" একাধিক ইস্যুতেই ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি ৷ রাজ্য সরকারের একাধিক চাকরির দুর্নীতির পাশাপাশি এবার রাজ্যের মিড-ডে মিল নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারের রিপোর্টকে হাতিয়ার করেও রাজ্যের শাসক দলকে বিঁধেছে বিজেপি ৷ অভিযোগ, মাত্র ছ'মাসে মিড-ডে মিলে প্রায় 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে ৷ এদিন সেই সংক্রান্ত প্রশ্নে সুকান্ত মজুমদার বলেন, "প্রায় 16 কোটি ছাত্রছাত্রীর হিসেব বেশি করে দেখানো হয়েছে। কেন্দ্রীয় সরকার টাকা পাঠায় এই রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য ৷ কিন্তু, সেই টাকা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয়নি। তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে ।"
আরও পড়ুন: এবার মিড-ডে মিলেও 100 কোটির দুর্নীতির অভিযোগ, অস্বীকার রাজ্যের
অন্যদিকে, দেউচা-পাচামির বিষয়েও নিজেদের অবস্থান এবং দলের স্ট্যান্ড এদিন প্রকাশ্যে স্পষ্ট করেছেন সুকান্ত মজুমদার ৷ কয়লা খনি বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন অনিচ্ছুকদের জমি আমরা জোর করে নেব না ৷ যদি অনিচ্ছুকদের জমি জোর করে নিতে হয়, তাহলে কেন সিঙ্গুর নয় ! সিঙ্গুরে টাটা কোম্পানিও হওয়া উচিত ছিল ৷ তখন তিনি অনিচ্ছুক কৃষকদের পক্ষে ছিলেন, আর এখন তিনি অনিচ্ছুক কৃষকদের কথা শুনবেন না ! এটা তো হতে পারে না।"