সিউড়ি, 19 জুন : সংশোধনাগারে শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন বিচারাধীন বন্দীরা। একের পর এক এমনই অভিযোগ পেয়ে ক্ষুব্ধ সিউড়ি কোর্টের বিচারক সোমেশচন্দ্র পাল। সংশোধনাগারের সুপারকে ডেকে করলেন ভর্ৎসনা। ফের অভিযোগ উঠলে কড়া পদক্ষেপে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিচারক।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার । সিউড়ি আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের (ফাস্ট কোর্ট) মাদক সংক্রান্ত মামলায় (NDPS) বিচারাধীন এক অভিযুক্ত বিচারকের সামনে তাঁর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ করেন, বিনা প্ররোচনায় সংশোধনাগারের মধ্যে মারধর করা হচ্ছে। বিচারকের অনুমতি নিয়ে আইনজীবী ওই অভিযুক্তের শরীর পর্যবেক্ষণ করলে ক্ষত দেখতে পান। বিচারককে সেই মর্মে তিনি অভিযোগ করেন। বিচারক তৎক্ষণাৎ সিউড়ি জেলা সংশোধনাগারের সুপার আবদুলাহ কামালের কাছে রিপোর্ট তলব করেন।
বুধবার ফের পুনরাবৃত্তি ঘটে আদালতে। আর এক বিচারাধীন বন্দী অভিযোগ করেন, তাঁকে সংশোধনাগারের মধ্যে মারধর করা হয়েছে। পরপর দু-দিন একই অভিযোগ পেয়ে রুষ্ঠ হন বিচারক সোমেশচন্দ্র পাল। তিনি সিউড়ির জেলা সংশোধনাগারের সুপার আবদুলাহ কামালকে তলব করেন । কিছুক্ষণের মধ্যে আদালতে উপস্থিত হন জেল সুপার।