শান্তিনিকেতন, 3 জুলাই : কোভিড পরিস্থিতিতে কোর্স ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে বিক্ষোভ গবেষক পড়ুয়াদের ৷ এর আগেও ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীতে লাগাতার আন্দোলন হয়েছে বিশ্বভারতীতে । পড়ুয়ারা কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে, হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা ৷ বিক্ষোভের জেরে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা যাতায়াতের জন্য বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ । পিএইচডি ও এমফিলের সেমিস্টার ফি ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে ৷ 50 টাকা থেকে বাড়িয়ে 1 হাজার 400 টাকা করে দেওয়া হয়েছে ।
হঠাৎ করে এত গুণ বৃদ্ধি করা হল কেন ? কয়েক দিন আগেই ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিশ্বভারতীর এসএফআই সমর্থিত পড়ুয়ারা ৷ এদিন ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় গবেষক পড়ুয়ারা।