পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার নাবালিকার দেহ, প্রেমের সমস্যায় আত্মঘাতী; দাবি পরিবারের - বীরভূম নাবালিকা আত্মহত্যা

বীরভূমের মুরারইয়ের প্রণয়ঘটিত সমস্যার কারণে আত্মঘাতী নাবালিকা। নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনার পর থেকে পলাতক প্রেমিক।

a girl suicide in birbhum
প্রেমের সমস্যায় আত্মঘাতী

By

Published : Jan 20, 2020, 11:00 AM IST

বীরভূম, 20 জানুয়ারি : নির্মীয়মাণ বাড়ি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ । বীরভূমের মুরারইয়ের ঘটনা ৷ প্রণয়ঘটিত সমস্যার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান এমনই ৷ ঘটনার পর থেকেই পলাতক মেয়েটির বিবাহিত প্রেমিক ৷

মৃতার পরিবারের দাবি, বেশ কয়েকমাস ধরে ওই নাবালিকার সঙ্গে স্থানীয় এক যুবক রাজেশ মালের প্রেমের সম্পর্ক ছিল । রাজেশ বিবাহিত ৷ তাই সম্পর্কের বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকাকে ছেলের জীবন থেকে সরে যেতে বলে রাজেশের পরিবার । এরপরই দুই পরিবার সমস্যা মেটাতে শনিবার মুরারই থানার দ্বারস্থ হয় । পুলিশ দুই পরিবারকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় ।

মৃতার পরিবারের অভিযোগ, নাবালিকাকে সম্পর্ক ছিন্ন করতে চাপ দিতে থাকে রাজেশের পরিবার ৷ রাজি না হওয়ায় প্রেমিকের পরিবার ওই নাবালিকাকে টাকার প্রলোভন দিতে শুরু করে বলে অভিযোগ । এরপর বাধ্য হয়ে টাকার বিনিময়ে সম্পর্ক ছিন্ন করতে রাজি হয় তারা, নাবালিকার পরিবারের দাবি ৷ পরিবারের দাবি, অবসাদে পড়ে একটি নির্মীয়মাণ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে সে ৷

প্রেমের সমস্যায় আত্মঘাতী

ঘটনার পর থেকেই পলাতক রাজেশ । যদিও, মুরারই থানা সূত্রে খবর, থানা চত্বরে কোনও মীমাংসা হয়নি । যে মীমাংসার কথা বলা হচ্ছে তা থানার বাইরে গিয়েই দুই পক্ষ নিজের ইচ্ছেয় করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details