রামপুরহাট, 17 মে: তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঢাক বাজিয়ে ত্রাণ বিলি করা হল রামপুরহাট এক নম্বর ব্লকের জেণ্দুর গ্রামে । স্থানীয় একটি ক্লাবের পক্ষ থেকে দরিদ্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । সেখানে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতারা ।
তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঢাক বাজিয়ে ত্রাণ বিলি রামপুরহাটে - distribution of food among poor
ঢাক বাজিয়ে তৃণমূল নেতাদের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিলি করা হল দুস্থদের মধ্যে । রামপুরহাটের ঘটনা ।
তৃণমূল নেতাদের উপস্থিতিতে ঢাক বাজিয়ে দরিদ্রদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । গতকাল সকালে রামপুরহাট এক নম্বর ব্লকের জেণ্ডুর গ্রামে হঠাৎই ঢাকের আওয়াজ শুনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা । দেখেন, ঢাক পিটিয়ে ত্রাণ বিলি করা হচ্ছে ।
রামপুরহাটের একটি সংস্থার ব্যানারে ত্রাণ বিলিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট এক নম্বর ব্লক সভাপতি আনারুল হোসেন , রামপুরহাট ব্লকের তৃণমূলের যুব সভাপতি পান্থ দাস, বনহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান জহুরুল ইসলাম সহ তৃণমূলের অন্য নেতারা । তবে ঢাক বাজিয়ে তৃণমূল নেতাদের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিলি করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন ।