পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lalan Sheikh Death Protest: সিআইডি তদন্তের দাবি, সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালনের দেহ নামিয়ে বিক্ষোভ - বগটুই কাণ্ড

বগটুই কাণ্ডে (Bogtui Case) মূল অভিযুক্তের সিবিআই হেফাজতে মৃত্যু নিয়ে আজও উত্তপ্ত রামপুরহাট ৷ সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালন শেখের দেহ (LaLan Sheikh Body) নিয়ে বিক্ষোভ দেখান পরিবার-পরিজনেরা (Lalan Sheikh Death Protest)৷

relatives-protest-with-lalan-sheikh-body-in-front-of-cbi-camp-office-at-rampurhat
উত্তপ্ত বগটুই, সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালনের দেহ নামিয়ে বিক্ষোভ

By

Published : Dec 14, 2022, 12:54 PM IST

Updated : Dec 14, 2022, 2:05 PM IST

সিআইডি তদন্তের দাবি, সিবিআই ক্যাম্প অফিসের সামনে লালনের দেহ নামিয়ে বিক্ষোভ

রামপুরহাট, 14 নভেম্বর: রামপুরহাটে (Bogtui Case) সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে লালন শেখের মরদেহ (LaLan Sheikh Body) নামিয়ে বিক্ষোভ দেখালেন তাঁর পরিবার-পরিজনেরা (Protest in front of CBI Camp Office)। সেখানে আগে থেকেই মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী । রয়েছে কেন্দ্রীয় বাহিনীও । বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয় 14 নম্বর জাতীয় সড়ক (Lalan Sheikh Death Protest)।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে বগটুই কাণ্ড নিয়ে রাজ্য তথা সারা দেশে শোরগোল পড়ে যায় ৷ ঘটনার সূত্রপাত হয়েছিল গত 21 মার্চ রাতে ৷ ওই রাতেই 8টা 30 মিনিটে বোমা মেরে খুন করা হয় এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে ৷ তিনি ছিলেন বগটুইয়ের বাসিন্দা ৷ অভিযোগ, সেই খুনের বদলা নিতেই পালটা হামলা চালানো হয় ৷ রাতের অন্ধকারে গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ তাতে গ্রামের 10 থেকে 11টি বাড়ি পুড়ে খাক হয়ে যায় ৷ সেই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ন'জনের ৷ এঁদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য ছিলেন ৷ বাকি দু'জন ছিলেন অন্য পরিবারের ৷ এছাড়াও ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও দু'জনকে ৷ তাঁদের আশংকাজনক অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ পরবর্তীতে মৃত্যু হয় তাঁদেরও ৷

এই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখকে 8 ডিসেম্বর ঝাড়খণ্ডের পাকুর থেকে গ্রেফতার করা হয় ৷ রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে মৃত্যু হয় তাঁর ৷ এই ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধে সরব হন নিহতের পরিবার । এমনকী সিবিআইয়ের বিরুদ্ধে সিআইডি তদন্তের দাবি করেছেন নিহতের স্ত্রী রেশমা বিবি ৷

আরও পড়ুন:লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবি এপিডিআর ও লিবারেশনের

বুধবার লালন শেখের দেহ ময়নাতদন্তের পর বিচারের দাবিতে সিবিআই ক্যাম্প অফিসের সামনে নামিয়ে শুরু হয় বিক্ষোভ ৷ রামপুরহাটের পান্থ নিবাসে অস্থায়ী ক্যাম্পে চলছে বিক্ষোভ ৷ বিক্ষোভের জেরে 14 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায় । রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এই ঘটনায় উত্তেজনা রয়েছে রামপুরহাটের বগটুইতে । সিআরপিএফ জাওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বেশ কিছু মানুষ। প্রায় আধ ঘন্টা মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখানোর পর বগটুই গ্রামে নিয়ে যাওয়া হয় মৃতদেহ ।

Last Updated : Dec 14, 2022, 2:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details